প্রাকৃতিক বিপর্যের সঙ্গে লড়ছে রাজ্য, সাহায্যের হাত বাড়ালেন দেবলিনা
ত্রাণ তহবিলে অনুদান পাঠিয়ে দেন
নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত বাংলা। ওড়িশাও ক্ষতিগ্রস্থ আমফানের দাপটে। বাংলা, ওড়িশার পাশাপাশি অসমও ভুগছে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে। বন্যা বিধ্বস্ত অসমের জন্য এবার তাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাঙালি অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য।
রিপোর্টে প্রকাশ, বন্যা বিধ্বস্ত অসমের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেন টেলিভিশনের গোপী বহু। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ইতিমধ্যেই ৭৩ হাজারের অনুদান দেন বিগ বসের এই প্রতিযোগী। পরিবারকে যেমন আগলে রাখা হয়, তেমনি নিজের জন্মস্থান অসম তথা ভারতবর্ষের প্রতি দায়িত্ব পালন করাও তাঁর কর্তব্য বলে মা তাঁকে শিক্ষা দিয়েছেন বলে জানান টেলিভিশনের এই জনপ্রিয় মুখ।
তবে এই প্রথম নয়। এর আগে লকডাউনের মধ্যে দুটি পরিবারের এক মাসের দায়িত্ব নেন দেবলিনা। ওই দুই দৈনিক রোজগেরে পরিবারের ২ মাসের রেশন তাঁদের বাড়িতে পৌঁছে দেন এই অভিনেত্রী।