'হোটেল পছন্দ হয়নি', শান্তিনিকেতন থেকে কলকাতা ফিরলেন বিগ বি

প্রথমবার শান্তিনিকেতন যাবেন বলে যথেষ্ট রোমাঞ্চিত ছিলেন। এর আগে সুজয় ঘোষের কহানি ছবির জন্য গান রেকর্ড করেছিলেন একলা চলো রে। পিকুর শুটিংয়ের পর প্রথম গিয়েছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জাতীয় সঙ্গীতের ভিডিও শ্যুট করতে।  এবারও ভেবেছিলেন তিন ছবির শুটিংয়ের ফাঁকে যাবেন বিশ্বভারতী। কিন্তু আজ প্রথম দিনের শুটিং শেষে হোটেলে গিয়েও কলকাতা ফিরে এলেন অমিতাভ বচ্চন। কারণ হোটেল পছন্দ হয়নি তাঁর। ফেরার পথে ইচ্ছে ছিল শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার। তবে ভিড়ের চাপে নামতে পারেননি সেখানে।  সঙ্গীরা ল্যাংচা কিনে তুলে দিলেন বিগ-বি'র গাড়িতে।

Updated By: Dec 9, 2015, 11:15 PM IST
'হোটেল পছন্দ হয়নি', শান্তিনিকেতন থেকে কলকাতা ফিরলেন বিগ বি

ওয়েব ডেস্ক: প্রথমবার শান্তিনিকেতন যাবেন বলে যথেষ্ট রোমাঞ্চিত ছিলেন। এর আগে সুজয় ঘোষের কহানি ছবির জন্য গান রেকর্ড করেছিলেন একলা চলো রে। পিকুর শুটিংয়ের পর প্রথম গিয়েছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জাতীয় সঙ্গীতের ভিডিও শ্যুট করতে।  এবারও ভেবেছিলেন তিন ছবির শুটিংয়ের ফাঁকে যাবেন বিশ্বভারতী। কিন্তু আজ প্রথম দিনের শুটিং শেষে হোটেলে গিয়েও কলকাতা ফিরে এলেন অমিতাভ বচ্চন। কারণ হোটেল পছন্দ হয়নি তাঁর। ফেরার পথে ইচ্ছে ছিল শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার। তবে ভিড়ের চাপে নামতে পারেননি সেখানে।  সঙ্গীরা ল্যাংচা কিনে তুলে দিলেন বিগ-বি'র গাড়িতে।

.