১০০ বছরের বৃদ্ধা চেনেন শুধু বিগ বিকেই
গত ১৮ অগাস্ট ১০০ বছর পূর্ণ করেছেন সান্টাক্রুজের বাসিন্দা বার্নাডিন ডি`সুজা। আর সেইদিন তিনি জীবনের সেরা উপহারটা পেলেন স্বয়ং বিগ বি-র কাছ থেকে। দীর্ঘদিন ধরে অ্যালজাইমারে ভুগছেন বার্নাডিন। নিজের নাতি, আত্মীয় কাউকেই চিনতে পারেন না তিনি। চিনতে পারেন শুধু বিগ বিকে। তাই তাঁর পরিবার অমিতাভকে অনুরোধ করেছিল বার্নাডিনকে শুভেচ্ছা পাঠানোর জন্য।
গত ১৮ অগাস্ট ১০০ বছর পূর্ণ করেছেন সান্টাক্রুজের বাসিন্দা বার্নাডিন ডি`সুজা। আর সেইদিন তিনি জীবনের সেরা উপহারটা পেলেন স্বয়ং বিগ বি-র কাছ থেকে। দীর্ঘদিন ধরে অ্যালজাইমারে ভুগছেন বার্নাডিন। নিজের নাতি, আত্মীয় কাউকেই চিনতে পারেন না তিনি। চিনতে পারেন শুধু বিগ বিকে। তাই তাঁর পরিবার অমিতাভকে অনুরোধ করেছিল বার্নাডিনকে শুভেচ্ছা পাঠানোর জন্য।
বার্নাডিনের পরিবারের অনুরোধ পাওয়ার পরদিনই অমিতাভের ভিডিও মেসেজ সমেত একটি ডিভিডি তাঁদের বাড়িতে। মেসেজে অমিতাভ ইংরেজিতে বলেছেন, "হ্যালো মিসেস বার্নাডিন ডি`সুজা, আমি অমিতাভ বচ্চন। আমি আজ একটি বিশেষ দিনে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এখানে এসেছি। আপনার ১০০ বছর পূর্ণ হচ্ছে। অসাধারণ। আপনি সুস্থ থাকুন, আমার তরফ থেকে অনেক ভালবাসা ও শুভকামনা রইল।" বার্নাডিনকে শুধু শুভেচ্ছাই জানাননি অমিতাভ, নিজের টুইটার, ফেসবুক, ব্লগে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই ঘটনা।
লিখেছেন, "আজ ১৮ অগাস্ট আমার এক শুভাকাঙ্ক্ষী ১০০ বছর পূর্ণ করলেন...কিন্তু তিনি অ্যালজাইমারসে ভুগছেন। শুধু আমার কথাই ওঁর মনে রয়েছে...ওঁর পরিবার চেয়েছিল আমি যেন একটা ভিডিও শুভেচ্ছা পাঠাই...ওদের উত্তরে আমি মুগ্ধ। ওনারা লিখেছেন,
বিষয়: আমার ঠাকুমার শতবার্ষিকী
মি. বচ্চন আপনার প্রতি কৃতজ্ঞতা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ঠাকুমার মুখের হাসি সত্যিই অমূল্য। আপনার কথাগুলো ওর চোখে জাদু এনে দিয়েছিল। আমারা কেউ যা করতে পারিনি আপনি সেটাই করেছেন। ওর জীবনে আপনার প্রভাব এতটাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সারাজীবনের সাফল্য কামনা করি।"