গোপনে ৩ নম্বর বিয়ে! লুকিয়ে সংসার পাতলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল

যে খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর শোরগোল। 

Edited By: জয়িতা বসু | Updated By: May 27, 2020, 12:37 PM IST
গোপনে ৩ নম্বর বিয়ে! লুকিয়ে সংসার পাতলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল

নিজস্ব প্রতিবেদন : ​ফের বিয়ে করলেন নোবেল। এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশের এই জনপ্রিয় গায়ক। মেহরুবা সালসাবিল নামে এক তরুণীর সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িয়ে বসেন বাংলাদেশের এই বিতর্কিত গায়ক। যে খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর শোরগোল। যদিও তৃতীয়বার বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মইনুল আহসান নোবেল।

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ঢাকার নিকেতনের একটি ফ্ল্যাটেই মেহরুবা সালসাবিলকে নিয়ে সংসার পেতেছেন এই গায়ক। তাঁর আত্মীয়তের তরফেই প্রকাশ্যে এসেছে এই খবর। 

জানা যাচ্ছে, প্রথমে রিমি নামের এক তরুণীকে বিয়ে করেন নোবেল। সেই বিয়ে বেশিদিন টেকেনি। নোবেলকে বিচ্ছেদ দিয়ে, তাঁকে ছেড়ে চলে যান প্রথম স্ত্রী। এরপর এক আত্মীয়কে দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন নোবেল। তারপর গোপনে মেহরুবার সঙ্গেতৃতীয়বার সংসার পাতেন নোবেল। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

.