Bidya Sinha Saha Mim-Sandipta Sen: দুই বাংলার ছবি! কলকাতায় ঈদে শুভেচ্ছা জানিয়ে আক্রান্ত সন্দীপ্তা,ঢাকায় কোরবানি বিদ্যার

Eid Ul Adha: দুই বাংলায় ভেসে এল দুই চিত্র। এপার বাংলায় ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের মুখে পড়তে হল সন্দীপ্তা সেনকে। অন্যদিকে হিন্দু হয়েও ওপার বাংলায় কোরবানি দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বিদ্যা সিনহা সাহা মিম।

Updated By: Jun 30, 2023, 03:49 PM IST
Bidya Sinha Saha Mim-Sandipta Sen: দুই বাংলার ছবি! কলকাতায় ঈদে শুভেচ্ছা জানিয়ে আক্রান্ত সন্দীপ্তা,ঢাকায় কোরবানি বিদ্যার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার ছিল ঈদ-উল-আজহা(Eid-Ul-Adha)। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছিল তারকাদের শুভেচ্ছা। তবে দুই বাংলায় দেখা গেল দুই চিত্র। একদিকে হিন্দু হয়েও কোরবানি দিয়ে ফের ফ্যানেদের মন জিতলেন বাংলাদেশের(Bangladesh) অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম(Bidya Sinha Saha Mim) সেখানে কলকাতার অভিনেত্রী সন্দীপ্তা সেন(Sandipta Sen) শুধুমাত্র শুভেচ্ছা জানিয়েই পড়লেন ট্রোলের মুখে। বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম হিন্দু ধর্মাবলম্বী হয়েও প্রতিবারের মতো এবছরও সমস্ত রীতি মেনে কোরবানি দিয়েছেন।

আরও পড়ুন- Jeetu Kamal on Divorce: ‘আমার স্ত্রী অনেকটাই ছোট আর ইমোশনাল’, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জীতু...

সনাতন ধর্মে বিশ্বাসী হলেও প্রতি বছর কোরবানি করে থাকেন বিদ্যা সিনহা সাহা মিম। বরাবরের মতো এবছরও দুটি খাসি কোরবানি দিয়ে সম্প্রীতির অনন্য নিদর্শন রাখলেন তিনি। কিন্তু কেন অন্য ধর্মের হয়েও কোরবানি দেন তিনি? বাংলাদেশের সংবাদমাধ্যমে মিম বলেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানির ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। আমার পরিবারে যারা কাজে সহায়তা করেন, আমার জন্য কষ্ট করেন তাদের জন্য প্রতিবারের মত এবারও থাকছে ঈদের আয়োজন।

বিদ্যা সিনহা সাহা মিম আরও বলেন, ‘আমার বাসায় বেশ কয়েকজন কাজের মানুষ আছেন। তারা মুসলিম। তাদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না।ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, আশা করি কখনও হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।’ সনাতন ধর্মে বিশ্বাসী হলেও কাছের মানুষদের কথা মাথায় রেখেই কোরবানি দিয়ে থাকেন মিম। মিমের এই উদ্যোগকে শুভেচ্ছা জানান ফ্যানেরা। অন্যদিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার এপার বাংলার অভিনেত্রী সন্দীপ্তা সেন।

আরও পড়ুন- Sushant Singh Rajput: ‘কিছু প্রমাণ পাওয়া গেছে...’ প্রকাশ্যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত বড় তথ্য...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

শাড়ি পরে একটি ছবি পোস্ট করে সন্দীপ্তা লেখেন, ‘এই ঈদ যেন সবার জীবনে শান্তি, খুশি ও উন্নতি আনে।’ হিন্দু হয়ে কেন ঈদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী? কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। কেউ লেখেন, ‘ঈদে শুভেচ্ছা জানানো গো মাতাকে হত্যাকারীকে সমর্থন জানানো’, কেউ আবার লেখেন, ‘যে গোরুর দুধ খায়, সেই গোরু কেটে খেলে শান্তি আসবে কোথা থেকে?’ কেউ আবার তাঁকে উল্টোরথের শুভেচ্ছা জানান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.