Apurba-Farin Injured: রাস্তায় শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা, গুরুতর চোট অপূর্ব-ফারিণ-পাভেলের...

Apurba, Farin, and Pavel injured: শুক্রবার দুপুরে জিন্দা পার্কে শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। সেট থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Updated By: Dec 13, 2024, 09:38 PM IST
Apurba-Farin Injured: রাস্তায় শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা, গুরুতর চোট অপূর্ব-ফারিণ-পাভেলের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্যুটিং সেটে দুর্ঘটনায় আহত বাংলাদেশের তিন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। ওয়েব সিরিজ ‘হাউ সুইট’র শুটিং চলাকালে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আহত অবস্থায় তাঁদের ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- Allu Arjun Arrested: অল্লুর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে! তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলল বিরোধীরা...

শুক্রবার দুপুরে জিন্দা পার্কে শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুকে লেখেন, "আমাদের ‘হাউ সুইট’র একটি দৃশ্য শুটিং করার সময় স্কুটি দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন"। সেট থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিগগিরই তাঁরা শুটিংয়ে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তিনি সবাইকে প্রার্থনা করতে বলেন।

প্রিয় তারকাদের দুর্ঘটনার খবর শুনে অমির পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। দ্রুত আরোগ্যের প্রত্যাশায় মন্তব্য করছেন তাঁরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনা গুরুতর না হওয়ায় অভিনেতা-অভিনেত্রীদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।  

আরও পড়ুন- Allu Arjun Arrest: জেলে যেতে না যেতেই অল্লু অর্জুনকে জামিন দিল হাইকোর্ট...

তিন বছর আগে ওয়েব ফিল্ম ‘ট্রল’-এ জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর ‘হাউ সুইট’র মাধ্যমে ওয়েব কনটেন্টে জুটি বেঁধে কাজ করছেন তাঁরা। গত নভেম্বরে শুরু হয় ‘হাউ সুইট’র শুটিং। বরিশাল ছাড়াও ঢাকা ও দেশের কয়েকটি লোকেশনে শ্যুট করা হয়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.