আবার আসছে বাহুবলী!

বাহুবলী নিয়ে উন্মাদনা এখনও শেষ হয়নি। তার মধ্যে আবার দারুণ খবর বাহুবলীপ্রেমীদের জন্য। আবার আসতে চলেছে বাহুবলী । কিন্তু ভাবছেন কীভাবে আসছে বাহুবলী তাই তো?

Updated By: Jun 12, 2017, 03:58 PM IST
আবার আসছে বাহুবলী!

ওয়েব ডেস্ক: বাহুবলী নিয়ে উন্মাদনা এখনও শেষ হয়নি। তার মধ্যে আবার দারুণ খবর বাহুবলীপ্রেমীদের জন্য। আবার আসতে চলেছে বাহুবলী । কিন্তু ভাবছেন কীভাবে আসছে বাহুবলী তাই তো?

ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলস্টোন হয়ে গিয়েছে বাহুবলী ২ । সব রেকর্ড ভেঙে এরইমধ্যে ১৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রাজামৌলির পরিচালিত এই ছবি । আবার বাহুবলী আসতে চলেছে। তবে এবার আর বড় পর্দায় নয়, এবার বাহুবলী আসছে ছোট পর্দায়। সূত্রে থেকে জানা গিয়েছে যে, এবার টিভির দর্শকদের জন্য অ্যানিমেটেড ভার্সনে আসতে চলেছে বাহুবলী । নাম বাহুবলী: দ্য লস্ট লিজেন্ডস। তবে এই সিরিজ ঠিক কবে থেকে টেলিভিশনের দর্শকেরা দেখতে পাবেন, তা এখনও জানা যায়নি।

বিতর্কে টলিউড নায়িকা শুভশ্রী!

রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেক-আপের পর একি করছেন শুভশ্রী!

.