প্রথম দিনেই 'ধাক্কা', তামিলনাড়ুতে এখনও রিলিজ হল না বাহুবলী টু
গোটা দেশ সিনেমা দেখে ফেলল, বঞ্চিত থাকল কেবল তামিলনাড়ু! এখনও পর্যন্ত তামিলনাড়ুতে 'রিলিজ' হল না 'বাহুবলী টু'। শুক্রবার, গোটা দেশেই আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেয়েছে এস এস রাজমৌলি পরিচালিত ভারতের সবথেকে বেশি বাজেটের ছবি (এখনও পর্যন্ত) 'বাহুবলী টু'। অধীর আগ্রহের অবসান ঘটিয়ে 'মর্নিং শো' থেকেই সিনেপ্রেমীরা 'বাহুবলী টু: দ্য কনক্লুশন' দেখার জন্য সিনেমা হলে ভিড় জমিয়েছে। গোটা ভারতেই সিনেমা প্রেমের ছবিটা এক, কিন্তু সমস্যা কেবল তামিলনাড়ুতে। রিলিজের প্রথম দিনের প্রথম শো'ই বাতিল। তাই আরও অপেক্ষা করা ছাড়া উপায় নেই তামিল ফ্যানদের। সিনেমার প্রযোজক এবং ডিস্ট্রিবিউটরের মধ্যে টাকা-পয়সার বনিবনা না হওয়ার কারণেই তামিলনাড়ুর সিনেমা ডিস্ট্রিবিউটর কে প্রোডাকশন ছবির মুক্তি এখনও আটকে রেখেছে, এমনই দাবি ইন্ডিয়াটুডে'র প্রতিবেদনে। তবে ছবি নির্মাতা এবং ডিস্ট্রিবিউটর, দুই পক্ষই তামিলনাড়ুর সিনেপ্রেমীদেরকে আশ্বস্ত করেছে, খুব শীঘ্রই সমস্যা মিটবে। নুন শো'র আগেই ছবি দেখতে পাবে তামিলনাড়ুর মানুষ, আশ্বাস পরিচালকেরও।
ওয়েব ডেস্ক: গোটা দেশ সিনেমা দেখে ফেলল, বঞ্চিত থাকল কেবল তামিলনাড়ু! এখনও পর্যন্ত তামিলনাড়ুতে 'রিলিজ' হল না 'বাহুবলী টু'। শুক্রবার, গোটা দেশেই আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেয়েছে এস এস রাজমৌলি পরিচালিত ভারতের সবথেকে বেশি বাজেটের ছবি (এখনও পর্যন্ত) 'বাহুবলী টু'। অধীর আগ্রহের অবসান ঘটিয়ে 'মর্নিং শো' থেকেই সিনেপ্রেমীরা 'বাহুবলী টু: দ্য কনক্লুশন' দেখার জন্য সিনেমা হলে ভিড় জমিয়েছে। গোটা ভারতেই সিনেমা প্রেমের ছবিটা এক, কিন্তু সমস্যা কেবল তামিলনাড়ুতে। রিলিজের প্রথম দিনের প্রথম শো'ই বাতিল। তাই আরও অপেক্ষা করা ছাড়া উপায় নেই তামিল ফ্যানদের। সিনেমার প্রযোজক এবং ডিস্ট্রিবিউটরের মধ্যে টাকা-পয়সার বনিবনা না হওয়ার কারণেই তামিলনাড়ুর সিনেমা ডিস্ট্রিবিউটর কে প্রোডাকশন ছবির মুক্তি এখনও আটকে রেখেছে, এমনই দাবি ইন্ডিয়াটুডে'র প্রতিবেদনে। তবে ছবি নির্মাতা এবং ডিস্ট্রিবিউটর, দুই পক্ষই তামিলনাড়ুর সিনেপ্রেমীদেরকে আশ্বস্ত করেছে, খুব শীঘ্রই সমস্যা মিটবে। নুন শো'র আগেই ছবি দেখতে পাবে তামিলনাড়ুর মানুষ, আশ্বাস পরিচালকেরও।