`আশীর্বাদ` হচ্ছে `রাজেশ খান্না সংগ্রহশালা`

ভারতের প্রথম সুপারস্টারের স্মৃতির উদ্দেশ্য তৈরি হচ্ছে সংগ্রহশালা। মুম্বইয়ে রাজেশ খান্নার বিলাসবহুল বাংলো আর্শীর্বাদকেই পরিণত করা হবে সংগ্রহশালায়। আর এই ব্যাপারে সমস্ত পরিকল্পনাই করছেন তাঁর দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কি খান্না।

Updated By: Jul 20, 2012, 07:35 PM IST

ভারতের প্রথম সুপারস্টারের স্মৃতির উদ্দেশ্য তৈরি হচ্ছে সংগ্রহশালা। মুম্বইয়ে রাজেশ খান্নার বিলাসবহুল বাংলো আর্শীর্বাদকেই পরিণত করা হবে সংগ্রহশালায়। আর এই ব্যাপারে সমস্ত পরিকল্পনাই করছেন তাঁর দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কি খান্না।
টুইঙ্কল ও রিঙ্কি দুজনেই চান এইভাবেই সংরক্ষিত হোক তাঁদের বাবার স্মৃতি। রাজেশ খান্নার পারিবারিক সুত্রে খবর, সদ্য প্রয়াত অভিনেতার `চৌথা` সম্পন্ন হলেই পরিবারের সদস্যরা মিলে ঠিক করবেন কীভাবে তৈরি হবে সংগ্রহশালা। প্রয়াত সুপারস্টারের ব্যবহৃত সব মূল্যবান জিনিসই রাখা থাকবে সংগ্রহশালায়। তাঁর নাম অনুসারে নামকরণও করা হবে `রাজেশ খান্না সংগ্রহশালা`।
আনন্দের মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল ও তাঁর অসংখ্য অনুরাগী এখন অধীর অপেক্ষায় তাকিয়ে রয়েছেন এই সংগ্রহশালার দিকে।

.