Aryan Khan: মাদক মামলায় জড়াতে চ্যাটের ভুল ব্যাখা করছে NCB, বিস্ফোরক আরিয়ান

বর্তমানে জেলে রয়েছেন আরিয়ান। 

Updated By: Oct 23, 2021, 12:16 PM IST
Aryan Khan: মাদক মামলায় জড়াতে চ্যাটের ভুল ব্যাখা করছে NCB, বিস্ফোরক আরিয়ান
আরিয়ান খান।

নিজস্ব প্রতিবেদন:  এখনও মাদক মামলায় জামিন পাননি শাহরুখ-পুত্র আরিয়ান খান৷ তবে চেষ্টা চলতে সবভাবেই। বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করতে গিয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকেই কাঠগড়ায় দাঁড় করালেন কিং খান-তনয়। আদালতকে তিনি সাফ জানান যে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে এনসিবি। সেই মতো তাঁকে এই মামলায় জড়ানোর চেষ্টা চলছে৷ 

চলতি মাসের শুরুতেই মুম্বইয়ের প্রমোদতরীতে হানা দিয়ে আরিয়ান সহ ২০ জনকে আটক করে এনসিবি। মাদক মামলার অভিযোগে তাঁদের জেল হেফাজত হয়। বর্তমানে জেলে রয়েছেন আরিয়ান। বিশেষ আদালতে তাঁর জামিনের মামলা মকুবের পর হাইকোর্টে যায় এই মামলা। ২৬ অক্টোবর সেখানে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ বিশেষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে হাইকোর্টে মামলা স্থানান্তরের আবেদনে আরিয়ান খান জানিয়েছেন যে তাঁর মোবাইল ফোন থেকে যে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখা হয়েছে তা অসঙ্গত এবং ভুল। সেই মিথ্যা চ্যাটের ভুল ব্যাখ্যা করে তাঁকে এই মামলায় জড়ানোর চেষ্টা করছে এনসিবি। 

আরও পড়ুন, বিমানবন্দরে কৃত্রিম পা খোলায় PM Modi-কে জানালেন Sudhaa, ক্ষমা চাইল CISF

বছর ২৩ এর শাহরুখ-পুত্র বম্বে হাইকোর্টকে করা আবেদনে এও জানান যে ওই প্রমোদতরীতে এনসিবি অফিসাররা হানা দিয়ে তাঁর কাছ থেকে কোনও মাদক পাননি। আরবাজ মার্চেন্ট এবং অর্চিত কুমার ছাড়া আর কোনও যোগসূত্র ছিল না তাঁর। আরিয়ানের কথায়, জোর করে হোয়াটসঅ্যাপ মেসেজকে লিঙ্ক করানোর চেষ্টা করছেন এনসিবি কর্তারা।

দেখা যাচ্ছে আইনি জটের থেকেও জামিন জটে ফেঁসেছেন আরিয়ান। তাঁকে জামিন পেতে গেলে এখন আদালতের কাছে প্রমাণ করতে হবে যে তিনি 'অপরাধপ্রবণ মানসিকতার' ব্যক্তি নন এবং এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন। ওয়াকিবহাল মহলের মত প্রাথমিক শর্ত পূরণ করতে পারলেও এনসিবি অফিসাররা যেভাবে তাঁকে আটক করেছে সেখানে দ্বিতীয় শর্ত পূরণ করে জামিন পাওয়া কঠিন হয়ে পড়ছে আরিয়ান খানের জন্য।

আরও পড়ুন, Drug Case:চার ঘণ্টার দীর্ঘ জেরা, সোমবার ফের তলব অনন্যাকে, শুটিং স্থগিত রাখার নির্দেশ NCB-র

এদিকে, আরিয়ান খানে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে অনন্যা পাণ্ডেকেও জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। বৃহস্পতিবারই তাঁকে তলব করা হয়েছিল। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে অনন্যাকে এই হোয়াটঅ্যাপ চ্যাটের বিষয়ে প্রশ্ন করেছেন কর্তারা। এনসিবি সূত্রের খবর, আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের মধ্যে যে চ্যাটের তথ্য পাওয়া গেছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে, আরিয়ান খান এবং অনন্যা পাণ্ডে মাদক সম্পর্কে কথা বলছেন। আরিয়ান খান অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসা করেন যদি মাদকের ব্যবস্থা করা যায়। অনন্যা উত্তর দেয়, সে ব্যবস্থা করবে। 

বৃহস্পতিবার যখন অনন্যা পাণ্ডেকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন অনন্যা বলেছিল যে সে আরিয়ান খানের সঙ্গে ঠাট্টা করেছে। এনসিবি সূত্রের খবর, এগুলি ছাড়াও, তাদের এমন অনেক চ্যাট রয়েছে যেখানে উভয়ই বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সম্পর্কে কথা বলছেন।

  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.