অর্পিতার বিয়ের কার্ড পৌঁছে গেল নিমন্ত্রিতদের কাছে

অর্পিতা খানের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই উঠছিল নানা গুজব। তার মধ্যেই ছিল গোল্ড প্লেটেড বিয়ের কার্ডের গুজব। অবশেষে সব গুজব উড়িয়ে সামনে এল অর্পিতার বিয়ের কার্ড।

Updated By: Nov 14, 2014, 05:23 PM IST
অর্পিতার বিয়ের কার্ড পৌঁছে গেল নিমন্ত্রিতদের কাছে

ওয়েব ডেস্ক: অর্পিতা খানের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই উঠছিল নানা গুজব। তার মধ্যেই ছিল গোল্ড প্লেটেড বিয়ের কার্ডের গুজব। অবশেষে সব গুজব উড়িয়ে সামনে এল অর্পিতার বিয়ের কার্ড।

বিভিন্ন রঙের বর্ডার দেওয়া সোনালি কাগজের ওপর লেখা হয়েছে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত তথ্য। কার্ডের একটি পাতায় সাদার ওপর সোনালি দিয়ে লেখা রয়েছে নিমন্ত্রণ পত্র। বিয়ের কার্ডের সঙ্গেই নিমন্ত্রিতদের পাঠানো হচ্ছে এক বাক্স খেজুর। আর সোনার প্লেটেড কার্ডের গুজব উড়িয়ে দিয়ে অর্পিতা টুইট করেছেন, "সবাই ইচ্ছে মতো গুজব রটিয়েছে, আমার বিয়ের কার্ড খুবই সিম্পল। কোনও গোল্ড প্লেটিং নেই।"

আগামী ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্যালেস হোটেলে আয়ুষ শর্মার সঙ্গে বিয়ে অর্পিতার। সেজে উঠেছে সলমনের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট।

 

 

 

.