Arijit Singh Viral Video: জিয়াগঞ্জের কলেজে অরিজিতের ফ্রি কোচিং! গায়ককে এক ঝলক দেখতে বাঁধভাঙা ভিড়
Arijit Singh Viral Video: এই প্রজন্মের অন্যতম সফল ও জনপ্রিয় গায়ক অরিজিৎ। কর্মসূত্রে মুম্বইয়েই থাকতে হয় অরিজিৎকে। দেশ বিদেশে কনসার্ট করেন তিনি কিন্তু বর্তমানে নিজের গ্রাম জিয়াগঞ্জে থাকছেন এই প্রখ্যাত গায়ক। এমনকী তাঁর ছেলেকে ভর্তি করিয়েছেন সেখানকার একটি স্কুলে। এবার সেখানেই ফ্রি কোচিং শুরু করতে চান অরিজিৎ সিং। তাঁর গ্রামের ছেলে মেয়েরা যাতে ইংরাজি ভাষাটি রপ্ত করতে পারে, সে কারণেই এই উদ্যোগ নিতে চলেছেন তিনি।
Arijit Singh, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরিজিতের সিংয়ের প্রশংসায় পঞ্চমুখে নেটপাড়া। সারা বিশ্বজুড়ে তাঁর খ্যাতি কিন্তু বরাবরই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন জনপ্রিয় গায়ক। তাঁর এই স্বভাবেই মুগ্ধ তাঁর ফ্যানেরা। এবার জিয়াগঞ্জের পাশে দাঁড়াতে এমন এক উদ্যোগ নিতে চলেছেন অরিজিৎ, তা জানাজানি হওয়ার পরই নেটপাড়া ভেঙে পড়েছে অরিজিতের প্রশংসায়। কী এমন উদ্যোগ নিলেন গায়ক নিজের গ্রামের জন্য? জিয়াগঞ্জে ফ্রি কোচিং করাতে চান অরিজিৎ। গান নয়, ইংরাজির কোচিং ক্লাস করাতে চান তিনি। সেই কারণেই সম্প্রতি জিয়াগঞ্জের এক নার্সিং কলেজে যান অরিজিৎ সিং। তাঁকে দেখামাত্রই ভিড় জমান ছাত্রীরা। কার্যত প্রিয় গায়ককে দেখতে গোটা কলেজ জমায়েত হয়ে যায়। এমনকী কলেজ থেকে স্কুটি নিয়ে বেরতে রীতিমতো হিমশিম খেতে হয় অরিজিৎকে। সেই ভিডিয়োই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Dev-Prosenjit Chatterjee: 'কাছের মানুষ দর্শককে অনুপ্রাণিত করবে', প্রকাশ্যে দেব-প্রসেনজিতের লুক
এই প্রজন্মের অন্যতম সফল ও জনপ্রিয় গায়ক অরিজিৎ। কর্মসূত্রে মুম্বইয়েই থাকতে হয় অরিজিৎকে। দেশ বিদেশে কনসার্ট করেন তিনি কিন্তু বর্তমানে নিজের গ্রাম জিয়াগঞ্জে থাকছেন এই প্রখ্যাত গায়ক। এমনকী তাঁর ছেলেকে ভর্তি করিয়েছেন সেখানকার একটি স্কুলে। এবার সেখানেই ফ্রি কোচিং শুরু করতে চান অরিজিৎ সিং। তাঁর গ্রামের ছেলে মেয়েরা যাতে ইংরাজি ভাষাটি রপ্ত করতে পারে, সে কারণেই এই উদ্যোগ নিতে চলেছেন তিনি। এই বিষয়ে কথা বলতেই তাঁর বন্ধুর নার্সিং কলেজে গিয়েছিলেন অরিজিৎ। ছাই রঙা ট্র্যাক প্যান্ট, সাদা টিশার্ট, মাথায় ফেট্টি এক্কেবারে ছাপোষা লুকে নিজেই স্কুটি চালিয়ে কলেজে যান তিনি। তাঁকে চিনতে দুমিনিটও সময় লাগেনি ছাত্রীদের।
আরও পড়ুন: Raju Srivastava: একই হাসপাতালে ভর্তি দুজনে, দাদার শারীরিক অবস্থা জানেনই না রাজু শ্রীবাস্তবের ভাই
অরিজিৎকে দেখা মাত্র ভিডিয়ো করতে শুরু করে ছাত্রীরা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা কলেজে। ঐ কলেজেই ইংরাজির কোচিং ক্লাস খুলতে চান অরিজিৎ। বিনামূল্যেই সেখানেই পড়ানো হবে। এই ক্লাসের জন্য দরকার ৮ টি ঘর। সেই জায়গা নিয়ে কথা বলতেই কলেজে গিয়েছিলেন অরিজিৎ। জিয়াগঞ্জ থানা থেকে খানিকটা দূরে অবস্থিত শঙ্কর মন্ডলের নার্সিং কলেজ। সকাল ৬টা থেকে ৮টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কলেজে অবৈতনিক ইংরেজি কোচিং ক্লাস চালানোর জন্য অনুমতি চেয়েছেন অরিজিৎ। অরিজিতের আবেদন অনুমোদনে দ্বিতীয় বার ভাবেননি তাঁর বন্ধু। আশা করা যাচ্ছে যে, খুব শীঘ্রই অরিজিতের ফ্রি কোচিং ক্লাস শুরু হবে জিয়াগঞ্জের এই নার্সিং কলেজে।