পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন অরিজিত্‌ সিং

জন্মদিনে আলাদা কোন প্ল্যানিং নেই। গানের মধ্যে থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ তাঁর। আজ জন্মদিনটা এইভাবেই ইউএস এ তে সেলিব্রেট করছেন অরিজিত্‍ সিং ।

Updated By: Apr 25, 2017, 06:50 PM IST
পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন অরিজিত্‌ সিং

ওয়েব ডেস্ক: জন্মদিনে আলাদা কোন প্ল্যানিং নেই। গানের মধ্যে থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ তাঁর। আজ জন্মদিনটা এইভাবেই ইউএস এ তে সেলিব্রেট করছেন অরিজিত্‍ সিং ।

তাঁর জন্মদিনে তাঁর হিট গানের তালিকা নিয়ে বসলে জুড়ি মেলা ভার। কোন গান ছেড়ে কোন গানের কথা বলা হবে। প্রায় সব গানই হিট। বলিউড হোক বা টলিউড পরিচালক থেকে সঙ্গীত পরিচালক প্রত্যেকেরই এক নম্বর পছন্দ অরিজিতের গান। মাত্র তিরিশে সাফল্যের চূড়ায় পৌছে গেছে এই গায়ক। তাই তো তাঁর ফ্যান সংখ্যা শুধু ভারতে সীমাবদ্ধ নয়। বিদেশেও একইভাবে চেনা মুখ অরিজিত্‍ সিং। আপাতত প্রায় দুসপ্তাহের ওপর ইউএসএ তে মিউজিকাল কনসার্টে ব্যস্ত অরিজিত্‍। আটলান্টার এই মিউজিক কনসার্টে মার্ডার টু থেকে এবছরের  শুরুর হিট গান জালিমা । বাদ পড়ছে না কোন গান। আর আরেকদিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। এইভাবেই বার্থডে বয় লাজুক প্রকৃতির অরিজিত্‍ সেলিব্রেট করছেন জন্মদিন।

সরকার থ্রি-র বেশ কিছু দৃশ্যে আরও একবার শুটিং করবেন অমিতাভ বচ্চন

.