Sandhya Mukhopadhyay-Arati Mukhopadhyay: 'আজ দুপুরবেলাই মন কেমন করছিল সন্ধ্যাদির জন্য' কান্নায় ভেঙে পড়লেন আরতি মুখোপাধ্য়ায়

মঙ্গলবার সন্ধেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়

Updated By: Feb 15, 2022, 11:34 PM IST
Sandhya Mukhopadhyay-Arati Mukhopadhyay: 'আজ দুপুরবেলাই মন কেমন করছিল সন্ধ্যাদির জন্য' কান্নায় ভেঙে পড়লেন আরতি মুখোপাধ্য়ায়

নিজস্ব প্রতিবেদন: সুরের আকাশে অস্তরাগ, মঙ্গলবার সংগীতপ্রেমীদের চোখের জলে বিদায় নিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল। তাঁর মৃত্যু খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন বর্ষীয়ান সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়(Arati Mukherjee)। বাংলা আধুনিক বেসিক গান থেকে শুরু করে সিনেমার গান, একসময় বাংলা গানের জগতে দাপিয়ে বেরিয়েছেন এই দুই সংগীতশিল্পী। একসঙ্গে অনেক গানও গেয়েছেন। 

মঙ্গলবার যখন মুম্বইয়ে বসে তাঁর প্রিয় সন্ধ্যাদির মৃত্যু সংবাদ পেলেন, তখন কার্যত ভেঙে পড়েন আরতি মুখোপাধ্যায়। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন, 'লতাদি চলে গেলেন, সন্ধ্যাদি চলে গেলেন, এসব শিল্পীরা একে একে চলে যাচ্ছেন। আজ দুপুরবেলাই মন কেমন করছিল, কেমন যেন আত্মা কাঁদছিল। ভাবছিলাম যে অনেকদিন সন্ধ্যাদির খবর পাইনি। সন্ধ্য়াদির অপারেশন কি হয়ে গেল? আমি কেন খবর পাচ্ছি না। আজকেই ভাবছিলাম পুরনো দিনের কথা। এখন মনে হচ্ছে এরকম একটা খবরের জন্য আমি অপেক্ষা করছিলাম? মনটা ভেঙে গেল। সব হারিয়ে গেল। সব স্মৃতি হয়ে গেল। আমি এতদূরে যে চাইলেও ছুটে যেতে পারছি না।' 

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay: সাফল্যের পরেও কী কারণে মুম্বই ছেড়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়?

'কত ছোট্ট বেলা থেকে দেখেছি, একসঙ্গে গান গেয়েছি। একটা দুটো নয়, কত গান গেয়েছি। গান নিয়ে কত আলোচনা হত। আমায় শুধরে দিতেন। সবসময় বলতেন রেকর্ডিং করতে যাচ্ছিস, খাবার জল সবসময় সঙ্গে নিয়ে যাবি। বাইরে কোনও খাবার জল খেলে বকুনি খাবি। এই স্নেহ, এই ভালোবাসা, অন্তর থেকে যে কথাগুলো বলতেন এরকম আর শুনতে পাবো না। আমার মনে হচ্ছে সব হারিয়ে গেল। এই যে গানের প্রতি ভালবাসা, মানুষের প্রতি ভালবাসা,দেশের প্রতি ভালোবাসা আর পাওয়া যাবে না। কোনোদিন কাউকে ছোট করে কথা বলেননি। আমার সঙ্গে বরাবরই ফোনে যোগাযোগ ছিল। শ্যামল গুপ্তের কথায় আমি গান গেয়েছি। সিনেমার পাশাপাশি বাংলা বেসিক গান গেয়েছি।  শ্যামলদা, সন্ধ্যাদি দুজনেই আমাকে ভালোবাসতেন। আত্মিক যোগ ছিল ওঁদের সঙ্গে। সেটাও ছিন্ন হয়ে গেল। এই বয়সে অনেক কষ্ট পাচ্ছিলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের যেন আবার দেখা হয়। তখন আমাদের এই জন্মের কথা মনে থাকবে না। কিন্তু আমরা গান বাজনা নিয়ে কথা বলব।' কান্নায় জড়িয়ে যাচ্ছিল আরতি মুখোপাধ্যায়ের কন্ঠস্বর। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.