''মানসিক অবসাদ জন্মগত, পারিবারিক'' সোনি রাজদানের এমন মন্তব্যে চটলেন অপূর্ব আসরানি
মানসিক অসুস্থতা আসে পরিবার সূত্রে'। আর সোনির এই মন্তব্যতে বেজায় বিরক্ত হন নেটিজেনরা।
নিজস্ব প্রতিবেদন : সুশান্তের মৃত্যু যে যে 'মানসিক অবসাদ' (Mental Depression) এর তত্ত্ব উঠে আসছে। সম্প্রতি, তার পক্ষেও আরও একবার জোড়ালো সওয়াল করেছেন মহেশ ভাট পত্নী তথা অভিনেত্রী সোনি রাজদান। তাঁর কথায়, 'মানসিক অবসাদ জন্মগত'। 'এই মানসিক অসুস্থতা আসে পরিবার সূত্রে'। আর সোনির এই মন্তব্যতে বেজায় বিরক্ত হন নেটিজেনরা। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করেন লেখক, ফিল্ম এডিটর অপূর্ব আসরানি। এই বিষয় নিয়ে বেশকিছুক্ষণ ধরে বাদানুবাদ চলে সোনি ও অপূর্বর।
ঘটনার সূত্রপাত হয়েছিল KRK-কে নিয়ে মনোজ বাজপেয়ী ও অপূর্ব আসরানির মধ্যে কিছু কথাবার্তার সূত্র ধরে। যেখানে সূশান্তকে নিয়ে KRK-কে কাণ্ডকারখানার প্রতিবাদ করেছিলেন মনোজ বাজপেয়ী। তাঁদের সেই কথাবার্তার মাঝেই ঢুকে পড়েন সোনি রাজদান। 'মানসিক অবসাদ' নিয়ে নিজের মতামত ব্যক্ত করে বসেন সোনি। মনোজ বাজপেয়ী ও অপূর্ব আসরানির এই কথাবার্তার মাঝে সোনি বলে বসেন, ''এখানে আসল বিষয় হয় মানসিক অবসাদ। এই অবসাদ বাহ্যিক পরিস্থিতির মধ্যে দিয়ে প্রকাশ পায়, তবে আদপে এটা মানুষের ভিতরেই থাকে, এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। আর এই অবসাদ সফল, ধনী, যেকোনও মানুষের হতে পারে।''
আরো পড়ুন-সুশান্তের হাসিখুশি চেহারা, উজ্জ্বল উপস্থিতিতে মন কাড়ছে 'দিল বেচারা'র টাইটেল ট্র্যাক
মানসিক অবসাদের যে কোনও কারোর হতে পারে, তার উদাহরণে, রবিন উইলিয়ামস, কেট স্পেড, অ্যান্থনি বোর্দাইন এর কথা বলেছেন সোনি।
@Apurvasrani What’s really bothering me in all this is the fact that the real issue - depression and mental illness - is now obfuscated by sound and fury. The point being that depression does not need a reason to engulf a person. It comes unbidden to the successful, the rich...
— Soni Razdan (@Soni_Razdan) July 6, 2020
...as much as anyone else. Think Robin Williams Kate Spade Anthony Bourdain and countless others. When you talk around the main issue you do a great disservice to all those who may be also suffering and think it’s due to external circumstances when in fact...
— Soni Razdan (@Soni_Razdan) July 6, 2020
আর সোনি রাজদানের এই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারেননি লেখক, ফিল্ম সম্পাদক অপূর্ব আসরানি। তিনি বলেন, ''এটা একথা একেবারেই ভুল ম্যাম। মানসিক অবসাদের কারণ কিছুটা প্রাকৃতি, আর বাকিটা কর্মক্ষেত্র ও সামজিক ক্ষেত্রে চাপের কারণে তৈরি হয়। আর টুইটারে সুশান্তের মানসিক অবসাদ নির্ণয় করা অন্যায়। আমরা জানি, ওর উপর ধর্ষণকারী, অপেশাদারের লেবেল লাগানোর জন্য কীভাবে ক্যাম্পেন হয়েছে। যদিও সেটা কখনওই উচিত হয়নি।''
Untrue ma'am. Depression can be triggered by environmental factors like social isolation & a stressful workplace too. Unfair to diagnose Sushant's depression on twitter. But we do know of a campaign to label him a rapist, unprofessional & a write off. It shouldn't be covered up. https://t.co/qwwnZkqX3h
— Apurva (@Apurvasrani) July 7, 2020
এর উত্তরে সোনি রাজদান ফের বলেন, ''মানসিক অবসাদ আসলে জন্মগত। আর এটাই আমি তোমায় বোঝাতে চাইছি। আর তুমি এখানে অর্ধেক আলোচনা করছ, বাকি অর্ধিকটা করতে পারবে না। এখানে আরও অনেক দিক রয়েছে মানছি। তবে টুইটারে এখন সেগুলি নিয়ে আলোচনা করা ঠিক হবে না।'' এর জবাবে সোনির কথার প্রতিবাদ করে অপূর্ব আসরানি বলেন, ''একথাটাও মিথ্যা। বেশিরভাগ মানুষই মানসিক অবসাদ নিয়ে জন্মায় না। এর সূত্রপাতের অনেকগুলি কারণ রয়েছে। আরও খারাপ যেটা, সেটা হল এই ক্যাম্প, মানুষকে উৎপীড়ন করা, কিন্তু দুঃখের বিষয় মানুষ এগুলো নিয়ে আলোচনা করতে চায় না।''
Again untrue. Most people are not born with mental illnesses. There are triggers that can cause the onset (do read this article). While there is much i.e unfair about Twitter, more unfair are the camps & the bullying. Sad that no one wants to discuss it. https://t.co/L5lqoUYgU3.
— Apurva (@Apurvasrani) July 7, 2020
অপূর্ব আসরানির জবাবের পরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি সোনি রাজদান। 'মানিসক অসুস্থতা জন্মগত', 'এটা পারিবারিক সূত্রে আসে', এই দাবিতেই এককাট্টা থেকেছেন সোনি। তিনি লিখেছেন, ''এটা পরিবার সূত্রেই আসে। তবে টুইটারে এত বিশদে বলতে পারব না। তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো, পরে এবিষয়ে বিশদে কথা হবে। এটা খুবই জটিল বিষয়। এত সহজে সিদ্ধান্ত আসা সম্ভব নয়। আমি এতক্ষণ যা বললাম, সবই একতরফা মনে হচ্ছে।''
আরও পড়ুন-সুশান্তের মৃত্যু রহস্য,তদন্তে মুম্বই ক্রাইম ব্রাঞ্চে যোগ দিচ্ছেন অভিনেতার জামাইবাবু?
It runs in families Apurva. I can’t go into details on twitter but am happy to have a conversation about it with you anytime. I agree it’s very complex and one shouldn’t jump to conclusions either ways. All I was saying is right now it’s seeming to be one sided.
— Soni Razdan (@Soni_Razdan) July 7, 2020
মানসিক অবসাদ পারিবারিক সূত্রে আসে, এপ্রসঙ্গ টেনে সোনি সুশান্তের পরিবারকে অপমান করছেন বলে মনে করছেন নেটিজেনরা। তাঁরা সোনিক একহাত নিতে ছাড়েননি। এপ্রসঙ্গে অনেকেই সোনি ও মহেশ ভাটের বড় মেয়ে শাহিন ভাটের মানসিক অবসাদের প্রসঙ্গে টেনে এনেছেন।
How ill informed and terribly insensitive.
Plz go find Sushant's parents & test them for any illness. Apparently u guys r too desperate to get a clean chit amidst recent uproar— Tabby Beigh (@OfGrievance) July 7, 2020
It DOESNT run in families! Have you read medical science at all? Yes, children can be affected by traumatic events in their family but no one is born depressed! I really really pity you ma'am! No disrespect.
— chweeka (@chweeka) July 8, 2020
Yes we know it runs in your own family because your own daughter was suicidal & depressed. Who are you to talk about Sushant & claim he was depressed & there is a family history?? Even if he was depressed, what’s the reason?? People don’t fall into depression out of thin air!
— Arty Martini (@Aredafir) July 7, 2020
Alia and pooja seem fine, so.maybe your theory isn't THAT true.
But looking at Rahul Bhatt, I can certainly say, jihad and terrorism are DEFINITELY genetically transmitted!!!
(Btw neuroscientist in you should know that study on genetic depression is in nascent stage)
— A_Nony_Miss (@0A_Nony_Miss0) July 7, 2020
@Soni_Razdan so u mean to say that whole family of SSR is suffering from some kind of mental illness??
Let me tell u smthing i dont about kanoon but remember karma never leaves anyone never ever.— Shivam Teotia (@Shivamteotia_) July 8, 2020
Yes we know it runs in your own family because your own daughter was suicidal & depressed. Who are you to talk about Sushant & claim he was depressed & there is a family history?? Even if he was depressed, what’s the reason?? People don’t fall into depression out of thin air!
— Arty Martini (@Aredafir) July 7, 2020
Dont say now its unfair when you lot exist on unfairness!!
— Change In My Pocket (@ChangeInMyPock1) July 7, 2020
তবে নেটিজেনদের আক্রমণের মুখে সোনি রাজদান অবশ্য আর কোনও মন্তব্য করেননি। সম্প্রতি 'স্বজনপোষণ' ইস্যুতে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট।
আরো পড়ুন-'মহেশ ভাটই তোমায় লঞ্চ করেছিল', কঙ্গনাকে আক্রমণ পূজার, পাল্টা দিলেন 'কুইন'