৪১ এর জন্মদিনে প্রভাসকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ নামে ডাকলেন অনুষ্কা

 'বাহুবলী' জন্মদিনের শুভচ্ছা জানাতে বিশেষ নামে ডাকতে দেখা গেল তাঁর দেবসেনাকে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 23, 2020, 07:43 PM IST
৪১ এর জন্মদিনে প্রভাসকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ নামে ডাকলেন অনুষ্কা

নিজস্ব প্রতিবেদন : ২৩ অক্টোবর ৪১ এ পা দিলেন অভিনেতা প্রভাস। 'বাহুবলী'র জন্মদিনের শুভচ্ছা জানাতে বিশেষ নামে ডাকতে দেখা গেল তাঁর দেবসেনাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেত্রী অনুষ্কা শেঠির কথাই বলছিলাম। 

প্রভাসকে জন্মদিনে 'পাপসু' বলে ডাকতে দেখা গেল অনুষ্কাকে। জন্মদিনে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্কা শেঠি টুইটারে লিখেছেন, ''আমি ভীষণ খুশি পাপসু। রাধে শ্যাম-এর লুক আমার ভীষণই পছন্দ হয়েছে। এগিয়ে চলো। রাধা কৃষ্ণ, পূজা হেগড়ে সহ গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল''।

আরও পড়ুন-নেহা কক্করের গায়ে হলুদ, হলুদ রঙা শাড়িতে ধরা দিলেন গায়িকা

জন্মদিনে প্রভাসের জন্মদিনে অনুষ্কার শুভেচ্ছাবার্তায় মজেছেন 'প্রাণুষ্কা'র অনুরাগীরা। এক নেটিজেনকে লিখতে দেখা গিয়েছে, ''আমরা তোমার শুভেচ্ছা বার্তার জন্য অপেক্ষা করছিলাম সুইটি (অনুষ্কাকে এই নামেই ডাকা হয়) পাপসু তোমায় ভালোবাসে।।'' কেউ আবার আগের বেশকিছু অনুষ্ঠানে প্রভাসকে অনুষ্কার  'পাপসু' ডাকের ভিডিও ক্লিপের অংশ কেটে পোস্ট করেছেন।

 'বাহুবলী' পর থেকে প্রভাস-অনুষ্কার প্রেম নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। যদিও প্রভাস-অনুষ্কা এই জল্পনা উড়িয়ে দিয়ে বারবার একে অপরকে শুধুই 'বেস্ট ফ্রেন্ড' বলেই দাবি করে এসেছেন, তবুও জল্পনার শেষ নেই। প্রসঙ্গত, শুক্রবার ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিনেই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'রাধে শ্যাম' পোস্টার।

আরও পড়ুন-দুই সন্তানের সামনেই মালদ্বীপের সৈকতে স্বামীর সঙ্গে চুম্বনে লিপ্ত ডিম্পি গঙ্গোপাধ্যায়

.