জিমে শরীরচর্চার ফাঁকে হৃত্বিকের স্টাইলে জমিয়ে নাচলেন অঙ্কুশ

 জিম করার ফাঁকে একটু বিনোদন মূলক কিছু হলে মন্দ হয় না, তাই নয় কি?

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 9, 2020, 09:57 PM IST
জিমে শরীরচর্চার ফাঁকে হৃত্বিকের স্টাইলে জমিয়ে নাচলেন অঙ্কুশ

নিজস্ব প্রতিবেদন : লকডাউনে গৃহবন্দি। তারই ফাঁকে নিজের অ্যাপার্টমেন্টের জিমে নিয়মিত শরীরচর্চাও করছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তবে জিম করার ফাঁকে একটু বিনোদন মূলক কিছু হলে মন্দ হয় না, তাই নয় কি?

জিম করার ফাঁকে তাই বলিউডের গানে, প্রিয় অভিনেতা হৃত্বিক রোশনের স্টাইলে জমিয়ে নাচলেন অঙ্কুশ।  সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেতা। ক্যাপশানে লিখেছেন, ''লকডাউনে গ্রিক গড হৃত্বিককে ছোট্ট শ্রদ্ধার্ঘ্য।'' প্রসঙ্গত, অনেকে বলেন হৃত্বিককে নাকি গ্রিক গডের মতো দেখতে, সেকারণে তাঁকে গ্রিক গড বলেই ডাকেন অনেকে।

আরও পড়ুন-১৫০ একর জমির উপর রয়েছে সলমনের বাগান বাড়ি, কী না নেই সেখানে! জঙ্গলের মধ্যে সলমনের বাগান বাড়িটি ঘুরে দেখা যাক...

আরও পড়ুন-শাহরুখের 'মন্নত'-এর ছবি তো দেখেছেন, অক্ষয়-টুইঙ্কল-এর বাড়িটিও কিছু কম সুন্দর নয়

তবে মাঝে মধ্যে করোনা নিয়ে সতর্কতা প্রচারেও নানান মজার ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যাচ্ছে অঙ্কুশকে। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষের অনুদান দিয়েছেন অঙ্কুশ হাজরা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়ার তহবিলেও ১ লক্ষ টাকা দিয়েছেন টলিউডের এই অভিনেতা। পাশাপাশি এই দুর্যোগের সময় দেশের মানুষের সবাইকে একযোগে এগিয়ে এসে লড়াইয়েরও আহ্বান জানান অঙ্কুশ হাজরা। 

.