বুঢঢা হোগা তেরা বাপ!

সকাল থেকেই ছিল গোটা বলিউড জুড়ে সাজো সাজো রব। দীলিপ কুমার, যশ চোপড়া, রজনিকান্ত, শাহরুখ খান থেকে হাই প্রোফাইল রাজনীতিবিদ প্রফুল পটেল।

Updated By: Oct 11, 2012, 09:54 AM IST

সকাল থেকেই ছিল গোটা বলিউড জুড়ে সাজো সাজো রব। দীলিপ কুমার, যশ চোপড়া, রজনিকান্ত, শাহরুখ খান থেকে হাই প্রোফাইল রাজনীতিবিদ প্রফুল পটেল। সকলেরই গন্তব্য গোরেগাঁওয়ের ফিল্ম সিটির রিলায়েন্স মিডিয়া ওয়ার্ক। বুধবার রাতে সেখানে ৮০০ লোকের পাত পড়ল। সারা সন্ধে লাল কার্পেট বিছিয়ে যাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে, তিনি এলেন, দেখলেন, জয় করলেন। সঙ্গে স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক, কন্যা শ্বেতা, পুত্রবধূ ঐশ্বর্য। কালো ভেলভেটের পোষাকে দীর্ঘাঙ্গী মানুষটির হাজারো অর্কেস্ট্রার সুরে লাল কার্পেটে হাঁটা পথ মনে করিয়ে দিল ৪ দশক ধরে তাঁর অবিরাম পথচলাকে।
আজ ৭০ পূর্ণ করলেন তিনি। বলিউডে ৪ দশকের `সরকার রাজ` এখনও অব্যাহত। পৃথিবীর সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রির শাহেনশাহ্‍র আসনটিতে তাঁর একচ্ছত্র আধিপত্য। হেমা মালিনী, সায়রা বানু, ওয়াহিদা রহমান, বিনোদ খন্না, প্রেম চোপ়ডা, কাদের খান, প্রাণ, জিনত আমন, জিতেন্দ্র, আশা পারেখ....এঁরা কেউ কেউ বিগ বির থেকেও বয়সে প্রবীণ। কেউবা তাঁর স্নেহধন্য। কেউ বা প্রতিদ্বন্দ্বী। কিন্তু ১০ অক্টোবরের রাতে বলিউডের `অল দ্য ওয়ে লেড টু ফিল্ম সিটি`। শ্রদ্ধা, ভালবাসা ছাড়া বোধহয় এটা সম্ভব নয়। এই বিশেষ দিনটিতেও অক্ষুণ্ণ থাকল `দিওয়ার`-এর অমর জুটি। অসুস্থ শরীর নিয়েও হুইল চেয়ারে অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এলেন শশী কপুর।
শুধু অমিতাভের সমসাময়িকরাই নন। দীপিকা পাডুকোন, পরিনীতি চোপড়া, অনুরাগ কাশ্যপ, কল্কি, সোনাক্ষি সিনহা, বিদ্যা বালন, জন এব্রাহাম, আরশাদ ওয়ার্সি, টাবু, সপরিবার মাধুরী দীক্ষিত, মহিমা চৌধুরী, আব্বাস মস্তান, সুধীর মিশ্র, অনিল কপুর, সুভাষ ঘাই, অলকা যাজ্ঞিক, বোমন ইরানি, আর মাধবন, অমিশা পটেল, অজয় দেবগন, অনিল কপুর, কাজল, শ্রীদেবী, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, দিব্যা দত্ত, আশুতোষ গোয়ারেকর, জুহি চাওলা, প্রীতি জিন্টা, বিপুল শাহ, রানা ডগ্গুবাতি, ঊর্মিলা মাতন্ডকর, দক্ষিণের আইকনিক স্টার চিরঞ্জীবি, নাগঅর্জুন, রাম চরণ তেজা, শিব সেনার উদ্বভ ঠাকরে, সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব...বিগ বিকে অভিনন্দন জানাতে আসার তালিকা শেষ হওয়ার নয়।
সকলের উদ্দেশে বিগ বি-র বিনীত কৃতজ্ঞতা, `থ্যাঙ্কস ফর কামিং` যেন আবারও বুঝিয়ে দিল তিনিই সেরা। আর তাঁর জন্মদিনে গোটা বলিউড, দক্ষিণ, রাজনীতি মহল এক ছাদের তলায় এসে যেন অস্ফুটে বলে গেল "বুঢঢা হোগা তেরা বাপ"। শুভেচ্ছা রইল আমাদের তরফেও। আপনার দীর্ঘায়ু কামনা করি।

.