Amitabh Bachchan: 'অমিতাভ বচ্চন আমাকে কোলে নিয়ে...', একী বললেন বলি নায়িকা...
Amitabh Bachchan: ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল 'রোজা'। সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেত্রী বিস্ফোরক ঘটনা সামনে এনেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল 'রোজা'। মণি রত্নমের দক্ষিণী এই ছবি বলিউডও কাঁপিয়ে দিয়েছিল। এই ছবি থেকেই বিশাল খ্যাতি অর্জন করেন অভিনেত্রী মধু। সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেত্রী বিস্ফোরক ঘটনা সামনে এনেছেন। তিনি জানান বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি ক্রিকেট খেলার জন্য। আসলে তিনি নাকি গিয়েছিলেন কারণ যাতে অমিতাভ ম্যাচটি সাহায্য করেছিলেন। ম্যাচ জেতার পর অমিতাভ বচ্চন মধুকে কোলে তুলে স্টেডিয়ামের চারপাশে ঘুরেছিলেন।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ১৯৯০-এ তিনি রনিত রায়ের কাছ থেকে শুনেছিলেন নীলকান্তমণি পাথরটি তাঁর জন্য খুবই ভাগ্যবান। এই কথা শোনার পর অভিনেত্রীও পাথরটি পরতে চান। তারপরে তিনি ক্রিকেটার এবং সেলিব্রিটিদের মধ্যে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করার পর থেকে এই কথা শেয়ার করেছিলেন। সেই সময়, অভিনেত্রী অমিতাভ বচ্চনের নেতৃত্বে একটি ক্রিকেট দলে খেলছিলেন।
আরও পড়ুন:Rishav Basu: শরীরে সুতোর লেশমাত্র নেই, দক্ষিণী ছবির জন্য নগ্ন হলেন বাঙালি অভিনেতা ঋষভ...
মধু বলেন, 'আমি বচ্চন সাহেবের দলে খেলছিলাম। তিনি আমাদের দলের অধিনায়ক ছিলেন। এবং আমি একজন খেলোয়াড় ছিলাম। ম্যাচটি হায়দরাবাদের স্টেডিয়ামে হচ্ছিল। সেখানে এত বেশি লোক ছিল, গোটা স্টেডিয়ামে প্রায় ৫০ হাজারের বেশি দর্শক শুধু হাততালি বাজাচ্ছিল।'
মধু বলেন যে, তিনি ব্যাটিং করছিলেন। তখন তিনি প্রথমে মাত্র ২ রান করতে সক্ষম হয়েছিলেন। শেষে গিয়ে, তিনি একটি বল ক্যাচ করেন এবং শেষ উইকেট পেতে সক্ষম হন। অভিনেত্রী বলেন, 'তখন আমি সেই হাজার হাজার মানুষের হাততালি শুনলাম। আমার মনে হয় একজন অভিনেতা হয়েও এটি কখনও শুনিনি।'
আরও পড়ুন:Bald Salman Khan: 'মাথা ভরা টাকও দিয়েছে, টাকাও দিয়েছে' সলমানের ছবি দেখে চোখ কপালে ফ্যানেদের
ম্যাচ জেতার পরের কথা শেয়ার করতে গিয়ে মধু বলেন, 'সেইদিন অমিতজি আমাকে কোলে তুলে নিয়েছিলেন। আমি শুধু জানতাম ওই পাথরটা আমার জন্য ভাগ্য়বান।'
মধুকে খুব শীঘ্রই হিন্দি ছবি 'করতম ভুগতম'এ দেখা যাবে। তাঁকে শেষ দেখা গিয়েছিল রবি তেজা ফিল্ম 'ঈগল', যা জানুয়ারিতে মুক্তি পায়। বলিউডে অজয় দেবগনের সঙ্গে ‘ফুল অউর কান্টে’ ছবি দিয়ে হিন্দির কেরিয়ার শুরু করেছিলেন তিনি৷ এরপর তামিল ছবি ‘রোজা’ বক্স অফিস কাঁপিয়ে দেয়। এটি হিন্দিতেও মুক্তি পেয়েছে। এই ছবির গল্প থেকে তারকাদের অভিনয় সবাইকে মুগ্ধ করেছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)