কাঁসর-ঘণ্টা-শঙ্খ-উলুধ্বনিতে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের অভিবাদন তারকাদের

এভাবেই ধন্যবাদজ্ঞাপন করল দেশবাসী। বাদ গেলেন না তারকারাও।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 22, 2020, 07:15 PM IST
কাঁসর-ঘণ্টা-শঙ্খ-উলুধ্বনিতে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের অভিবাদন তারকাদের

নিজস্ব প্রতিবেদন : বিকেল কাঁটায় তখন বিকেল ৫টা বাজে। কোথাও শোনা গেল কাঁসর-ঘণ্টার আওয়াজ, কোথাও শঙ্খ ধ্বনি, কোথাও আবার উলু ধ্বনি, কিংবা কড়তালি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে যাঁরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জরুরী পরিষেবা দিয়ে যাচ্ছেন, তাঁদের সকলকে এভাবেই ধন্যবাদজ্ঞাপন করল দেশবাসী। বাদ গেলেন না তারকারাও।

বিকেল ৫টা বাজার সঙ্গে বাড়ির ছাদে উঠে আসতে দেখা যায় গোটা বচ্চন পরিবারকে। অমিতাভ, অভিষেক, ঐশ্বর্যর সঙ্গে ছিলেন ছোট্ট আরাধ্যাও। হাততালি দিয়ে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানাতে দেখা গেল তাঁদের।

আরও পড়ুন-কণিকা কাপুরকে সমর্থন, নেটিজেনদের আক্রমণের মুখে সোনম কাপুর

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

তবে শুধু বচ্চন পরিবার নয়, এই পদক্ষেপে সামিল হন, রণবীর-দীপিকা, কার্তিক আরিয়ান, করিশ্মা কাপুর, বরুণ ধাওয়ান, করণ জোহর, আমিশা প্যাটেল সহ বহু তারকা ও তাঁদের পরিবার। সেই ভিডিও  ও ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-নিজের হাতে সুস্বাদু বিরিয়ানি বানালেন গৃহবন্দি নুসরত

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
। 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

#

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, রবিবার ২২ মার্চ করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জনতা কার্ফুর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এই পরিস্থিতিতে যে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ তাঁদের পরিষেবা দিয়ে যাচ্ছেন, তাঁদেরকে ধন্যবাদজ্ঞাপনের জন্য বিকেল ৫টায় কাঁসর-ঘণ্টা, শাঁখ, করতালিতে অভিবাদন জানানোর আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সেই আহ্বানে সামিল হয়েছেন এদেশের সাধারণ মানুষ থেকে তারকারা।

আরও পড়ুন-গৃহবন্দি, নিজের হাতে রুটি ও পালক পনির বানালেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়

.