Navya Naveli Nanda : পর্দায় যাত্রাশুরু বিগ বি-র নাতনির, আপনিও মজবেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনয় জীবনে পা রাখলেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)-এর নাতনি নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। নাহ, কোনও ছবির কাজ নয়, নভ্যা অভিনয়ে এলেন এক প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনের হাত ধরে।

নভ্যা নভেলি নন্দা নিজেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের ছোট্ট একটি  ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন। যেখানে একজন কর্পোরেটের ভূমিকায় দেখা গিয়েছে শ্বেতাকে। লিখেছেন, 'নিজের মূল্য বলতে ঠিক কী বোঝায়? জানতে অপেক্ষা করতে হবে।'  নভ্যা অভিনীত এই বিজ্ঞাপনটি কবে টিভির পর্দায় দেখা যাবে, তা অবশ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন-বিয়ের ৬ মাস, মা হচ্ছেন অঙ্কিতা লোখান্ডে!

মেয়েকে শুভেচ্ছা জানিয়ে অমিতাভ বচ্চন কন্যা শ্বেতা বচ্চন নন্দা লিখেছেন, 'এর থেকে তোমার আরও অনেক বেশি কিছু প্রাপ্য।' নভ্যার এই পোস্টের নিচে কমেন্ট করেছেন অনন্যা পান্ডে, শানায়া কাপুর, সুহানা খান। যদিও নাতনির অভিনয় দুনিয়ায় পা রাখা নিয়ে অমিতাভ বচ্চন এখনও কোনও মন্তব্য করেননি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
Amitabh Bachchan’s granddaughter Navya Naveli makes her screen debut
News Source: 
Home Title: 

পর্দায় যাত্রাশুরু বিগ বি-র নাতনির, আপনিও মজবেন...

Navya Naveli Nanda : পর্দায় যাত্রাশুরু বিগ বি-র নাতনির, আপনিও মজবেন...
Yes
Is Blog?: 
No