মুখ্যমন্ত্রীর সিনেমা হল, মঞ্চ খোলার সিদ্ধান্তকে স্বাগত জানাল শিল্প ও সংস্কৃতি মহল

 মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খুশি শিল্পীমহল, কলাকুশলী থেকে সিনেমার হলের মালিকরা।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 27, 2020, 03:15 PM IST
মুখ্যমন্ত্রীর সিনেমা হল, মঞ্চ খোলার সিদ্ধান্তকে স্বাগত জানাল শিল্প ও সংস্কৃতি মহল

নিজস্ব প্রতিবেদন : ১ অক্টোবর থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে শিল্প ও সংস্কৃতি জগত। শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১ অক্টোবর থেকে শর্ত মেনে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা, গান, নাচ ও ম্যাজিক শো চলতে পারে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি শিল্পী, কলাকুশলী থেকে সিনেমার হলের মালিকরা।

রবিবার নিউটাউনে বিশ্ব বাংলা গেটের নিচে মুক্তমঞ্চের পক্ষ থেকে সমস্ত শিল্পী ও কলাকুশলীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর জন্য একত্রিত হন। পাশাপাশি তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন ৫০ জন নয় আরো একটু বেশি জমায়েতের অনুমতি দিতে, তবে সেটা সামাজিক দূরত্ব মেনেই। কারণ হিসাবে বলা হয়, কোথাও অনুষ্ঠান হলে শিল্পী ও কলাকুশলী মিলিয়েই যদি ৫০ জন থাকে, তাহলে দর্শক আসবে কীভাবে?

আরও পড়ুন-NCB-র লাগাতার জেরার মুখে কেঁদে ভাসালেন দীপিকা পাড়ুকোন!

  

আরও পড়ুন-১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড়, ঘোষণা মমতার

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনেমা হল খোলার ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন SVF-এর কর্ণধার মহেন্দ্র সোনি। একটি বিবৃতি জারি করে তিনি বলেন, ''আমরা খুশি, দিদির ঘোষণাকে স্বাগত জানাই। এই সিদ্ধান্ত শিল্প ও সংস্কৃতি জগতের ক্ষেত্রে একটা বড় স্বস্তি।   ব্যবসা পুনরায় চালু করতে এই সিদ্ধান্তের খুবই প্রয়োজন ছিল। আশাকরি কেন্দ্রীয় সরকারও একই সিদ্ধান্ত নেবে। SVF-এর সিনেমাগুলির মুক্তির ক্ষেত্রে আমরা নিরাপত্তা বজায় রেখেই সিদ্ধান্ত নেব।''

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের থেকে একটি ভিডিয়ো প্রকাশ করেন। যার নিচে লেখেন, ''মহামারীর পর গোটা বিশ্ব ধীরে ধীরে আরোগ্য লাভ করছে। আমরা স্বাভাবিক ছন্দে ফিরছি। সিনেমা হল আবারও খুলছে। সিনেমা আমাদের জীবনে ফিরছে। বড়পর্দার গুরুত্বকে অস্বীকার করা যায় না। সিনেমাহল পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত।''

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাংসদ, অভিনেতা ও প্রযোজক দেব।

প্রসঙ্গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে ঘোষণা করেছেন, ''স্বাভাবিক জীবনে ফিরতে হবে। ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা, নৃত্য-গানের অনুষ্ঠান ও ম্যাজিক শোর অনুমোদন দেওয়া হচ্ছে। তবে ৫০ জন বা তার কম দর্শক থাকতে হবে। মানতে হবে শারীরিক দূরত্ব। মাস্ক ও অন্যান্য বিধি মানাও বাধ্যতামূলক।''

আরও পড়ুন-মাদক মামলায় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে দীপিকা, সারা, শ্রদ্ধাদের ফোন

.