সব বিষয়ে মতামত না দিলেও চলে, কঙ্গনাকে জবাব আলিয়ার

 এবার তারই পাল্টা জবাব দিলেন আলিয়া ভাট।

Updated By: Mar 8, 2019, 11:17 AM IST
সব বিষয়ে মতামত না দিলেও চলে, কঙ্গনাকে জবাব আলিয়ার

নিজস্ব প্রতিবেদন: 'রণবীর, আলিয়ারা দেশ নিয়ে মাথা ঘামান না, তাঁরা রাজনৈতিক কোনও বিষয়ে মতামত রাখেন না, ওনারা শুধুই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত।' সম্প্রতি মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি নিয়ে একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। এবার তারই পাল্টা জবাব দিলেন আলিয়া ভাট।

আরও পড়ুন-আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য খোলা চিঠি প্রিয়াঙ্কার

জনসমক্ষে তাঁকে নিয়ে কঙ্গনার এমন মন্তব্যে আলিয়ার সাফ জবাব, ''কঙ্গনা যেভাবে কথা বলেন, যেভাবে রাজনীতি নিয়ে নিজের মতাদর্শ প্রকাশ করেন, আমার সেই ক্ষমতা বা দক্ষতা নেই। উনি ভালো বক্তা। আমি কঙ্গনাকে তাঁর যোগ্যতার জন্য, তাঁর কথা বলার পারদর্শিতার জন্য শ্রদ্ধা করি, কর্ণিশ জানাই। তবে হ্যাঁ, ও (কঙ্গনা) ঠিকই বলেছে, আমরা অনেক সময়ই চুপ থাকি। অনেকসময় আমাদের মনে হয়, বলে কী হবে, সবাই তো বলছে। আমার বাবা (মহেশ ভাট), সবসময় বলেন, সব বিষয়ে কথা বলতে নেই। অবশ্যই আমার মতামত থাকে তবে আমি সেটা নিজের মধ্যেই রাখি।''

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর মন্তব্য করেছিলেন, '' আমার বাড়িতে তো কোনও সমস্যা নেই, আমার বাড়িতে ইলেকট্রিসিটি, জল সবই আসে,তাহলে কেন আমি খামোখা রাজনীতি নিয়ে মাথা ঘামাবো?'' আর রণবীরের এই মন্তব্যের কারণেই তোপ দাগেন কঙ্গনা। 

যদিও কঙ্গনার এই মন্তব্য নিয়ে সম্প্রতি জন আব্রাহামকে প্রশ্ন করা হলে তিনি একপ্রকার রণবীরের পাশে দাঁড়িয়ে কঙ্গনাকেই আক্রমণ করেন। বলেন, ''কঙ্গনা রাজনীতি বোঝেন, তিনি ভালো কথা বলতে পারেন, তাই মন্তব্য করেন, আমি সেটার প্রশংসা করি। তবে যে সত্যিই রাজনীতি বোঝেন না, তার প্রকৃত পরিস্থিতি না বুঝে মন্তব্য করার থেকে চুপ থাকাই বাঞ্ছনীয়। তাই যে সত্যিই রাজনীতি বোঝে না তাকে মন্তব্য করতে বলা বোকামো ছাড়া আর কিছুই নয়। আর তাছাড়া শুধুমাত্র নিজের প্রচারের জন্যও কোনও কিছু না বুঝে মন্তব্য করাও ঠিক নয় বলে মন্তব্য করি।''

আরও পড়ুন-রবীন্দ্রসঙ্গীত গেয়ে চরম সমালোচনার শিকার ইন্দ্রাণী হালদার

.