ব্যাটম্যান সেজে হাজির, রাস্তায় ঘুরে দুঃস্থদের খাবার খাওয়াচ্ছেন বলিউড অভিনেতা

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের আক্রমণের জেরে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। যার জেরে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকসহ রাস্তার পাশে থাকা মানুষদের অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন আলি ফজল। এই কঠিন সময়ে যাতে কেউ অভুক্ত না থাকেন, তার জন্য নিজে উদ্যোগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন বলিউডের এই অভিনেতা।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন আলি ফজল। যেখানে দেখা যাচ্ছে, ব্যাটম্যানের মতো পোশাক পরে, মুখে মাস্ক লাগিয়ে গাড়ি চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন আলি। করোনা ভাইরাস যেখানে মারণ থাবা বসিয়েছে, সেখানে কোনও মানুষ যাতে অভুক্ত না থাকেন, তার জন্য উদ্যোগ নেন আলি। মুম্বইয়ের ভিল পার্লের পাশে পেট্রোল পাম্পসহ একাধিক জায়গায় ঘুরে বেড়িয়ে দুঃস্থদের খাবার বিতরণ শুরু করেন আলি। তবে ভক্তরা যাতে তাঁকে দেখে এক জায়গায় জড়ো না হন, তার জন্যই ব্যাটম্যানের সাজে সামনে আসেন আলি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিয়ো প্রকাশ করতেই রিচা চাড্ডা সেখানে ভালবাসা প্রকাশ করেন। রিচার পাশাপাশি মান্যতা দত্ত, নিমরত কউরও সেখান আলিকে এগিয়ে য়াওয়ার জন্য উতসাহ দিতে শুরু করেন। 

English Title: 
Ali Fazal turns Batman and helps ‘people in desperate need for food’
News Source: 
Home Title: 

ব্যাটম্যান সেজে হাজির, রাস্তায় ঘুরে দুঃস্থদের খাবার খাওয়াচ্ছেন বলিউড অভিনেতা

ব্যাটম্যান সেজে হাজির, রাস্তায় ঘুরে দুঃস্থদের খাবার খাওয়াচ্ছেন বলিউড অভিনেতা
Yes
Is Blog?: 
No