বলিউডের খিলাড়ি আজ ৪৮, কেমন ছিল তার বলিউড সফর?
বলিউডের খানেদের দাপটের সঙ্গে তাল মিলিয়ে যদি কেউ বলিউডে নিজের স্বতন্ত্র ব্র্যান্ড তৈরি করে নিতে পারেন তবে তিনি অবশ্যই অক্ষয় কুমার। বলিউড খিলাড় আজ ৪৮ বছর পূর্ণ করলেন। ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে অ্যাকশন, রোম্যান্স, কমেডি, থ্রিলার সবরকমের ছবিতে নিজের ছাপ রেখেছেন তিনি। গত ২৫ বছরে প্রথম সারির সব অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছেন তিনি। বলিউডে আজ লগ্নির নাম অক্ষয়। দেখে নেবো কেমন ছিল এ পর্যন্ত অক্ষয়ের জীবনের সফর-
ওয়েব ডেস্ক: বলিউডের খানেদের দাপটের সঙ্গে তাল মিলিয়ে যদি কেউ বলিউডে নিজের স্বতন্ত্র ব্র্যান্ড তৈরি করে নিতে পারেন তবে তিনি অবশ্যই অক্ষয় কুমার। বলিউড খিলাড় আজ ৪৮ বছর পূর্ণ করলেন। ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে অ্যাকশন, রোম্যান্স, কমেডি, থ্রিলার সবরকমের ছবিতে নিজের ছাপ রেখেছেন তিনি। গত ২৫ বছরে প্রথম সারির সব অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছেন তিনি। বলিউডে আজ লগ্নির নাম অক্ষয়। দেখে নেবো কেমন ছিল এ পর্যন্ত অক্ষয়ের জীবনের সফর-
চাঁদনি চক থেকে মুম্বই
জন্ম অমৃতসরে। বাবা হরি ওম ভাটিয়া মিলিটারি অফিসার, মা অরুণা ভাটিয়া। ছোটবেলা কেটেছে দিল্লির চাঁদনি চক এলাকায়। পরে মুম্বই এসে থাকতেন কলিওয়াড়াতে।
স্কুল জীবন
পড়াশোনা করেছেন মুম্বইয়ের ডন বস্কো স্কুলে। এরপর ভর্তি হন গুরু নানক খালসা কলেজে। মাঝরাস্তায় পড়া ছেড়ে ব্যাঙ্কক পাড়ি দেন মার্শাল আর্টস শিখতে। তাই কোন্ডোতে ব্ল্যাক বেল্ট হয়ে দেশে ফেরেন।
অক্ষয় যখন শেফ
তাইল্যান্ডে থাকার সময়ই মুয়ে থাইও শিখেছিলেন। জীবননির্বাহ করতে শেফ ও ওয়েটারের কাজ করতেন হোটেলে।
ভাগ্যক্রমে বলিউডে
ব্যাঙ্কক থেকে ফেরার সময় ফ্লাইট মিস করেছিলেন অক্ষয়। একটি অ্যাড শুটের জন্য এক ফিল্ম স্টুডিওয় গিয়েছিলেন। সেখানেই তার পোর্টফোলিও দেখে প্রস্তাব আসে দিদার ছবির। একেই বলে ভাগ্য!
বলিউড খিলাড়ি
প্রতিভা আর সাহসিকতার জেরে ধীরে ধীরে বলিউডের অ্যাকশন ছবির অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন অক্ষয়। 'খিলাড়ি', 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি', 'সবসে বড়া খিলাড়ি', 'মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি', 'খিলাড়িয়োঁ কা খিলাড়ি', 'ইন্টারন্যাশনাল খিলাড়ি', 'খিলাড়ি ৪২০' ও 'খিলাড়ি ৭৮৬'-র তিনিই বলিউডের সেরা খিলাড়ি।
অ্যাকশন থেকে কমেডি
শুধু অ্যাকশন ছবিতেই নিজেকে আটকে রাখেননি অক্ষয়। সংঘর্ষ, ভুল ভুলাইয়া, ওহ মাই গড, স্পেশাল ২৬-এর মতো ছবিতে অভিনয় প্রতিভার পরিচয় পেয়েছে দর্শক। লাক ট্রাই করেছিলেন কমেডি ছবিতে। আর 'হেরাফেরি', 'খাট্টা মিঠা', 'হে বেবি', 'গরম মশালা' একেকটা ছবির নামই বলে দিচ্ছে কী হয়েছিল ফলাফল।
প্রেম
পর্দায় যদি অক্ষয়ের পরিচয় হয় খিলাড়ি, তবে ব্যক্তিগত জীবনে তিনিই ছিলেন বলিউডের সবথেকে জনপ্রিয় ক্যাসানোভা। আয়েষা জুলকা, রবিনা টন্ডন, পূজা বাত্রা, শিল্পা শেঠির সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি। বারবার বিশ্বাসভঙ্গের অভিযোগে অক্ষয় যখন বলিউডের ব্যাড বয়, সেই সময়ই তার জীবনে আসেন টুইঙ্কল খান্না। ব্যক্তিগত জীবনে নোঙর পান অক্ষয়। থিতু হন। বিয়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক হলেও ধোপে টেকেনি সেসব গুজব। পরিণত মস্তিষ্কেই সামলে দিয়েছেন 'মিসেস ফানি বোনস'(এই নামেই কলাম, ব্লগ লেখেন টুইঙ্কল। সম্প্রতি এই নামেই বই লিখেছেন তিনি।)
ব্র্যান্ড অক্ষয়
ইন্ডাস্ট্রিতে নেই কোনও গডফাদার। নেই 'খান' বা 'কপূর' পদবীও। শুধু প্রতিভা, পরিশ্রমের জোরেই আজ বলিউডে খানেদের সঙ্গে সমোচ্চারিত হয় অক্ষয়ের নাম। অক্ষয়ের নামে লগ্নি করলে যে ছবি যে ১০০ কোটির শিবিরে ঠাঁই পাবেই জানেন তাবড় প্রযোজকরা। 'এন্টারটেনমেন্ট', 'বেবি', 'হলিডে' শুধু কয়েকটা নাম মাত্র। বলিউড এখন 'গব্বর ইজ ব্যাক' ছবির অপেক্ষায়।