পাঁচটি সিনেমাহলে Akshay-র 'Sooryavanshi' ছবির প্রদর্শন জোর করে বন্ধ করলেন কৃষকরা

উৎসবের মরসুমে মুক্তি পেয়েছে অক্ষয়-ক্যাটরিনা অভিনীত 'সূর্যবংশী'। 

Updated By: Nov 6, 2021, 10:36 PM IST
পাঁচটি সিনেমাহলে Akshay-র 'Sooryavanshi' ছবির প্রদর্শন জোর করে বন্ধ করলেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবে বাধা পেল অক্ষয় কুমারের নতুন ছবি 'সূর্যবংশী'র স্ক্রিনিং। শনিবার রাজ্যের পাঁচটি সিনেমা হলে প্রদর্শন জোর করে বন্ধ করালেন কৃষকরা। ছবির পোস্টারও দেওয়া হয়েছে। কৃষকদের দাবি, তাঁদের প্রতিবাদকে সমর্থন করেননি অক্ষয়। 

ছবির প্রদর্শনের বিরোধিতা করে শনিবার শহিদ উধম সিং পার্ক থেকে স্বরণ সিনেমা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ভারতী কিষান ইউনিয়নের (কাদিয়াঁ) প্রতিনিধিরা। তাঁরা ছবির প্রদর্শন জবরদস্তি বন্ধ করতে বাধ্য করেন সিনেমাহল কর্তৃপক্ষকে। বিক্ষোভকারীদের বক্তব্য, কৃষকদের প্রতিবাদের সমর্থন মুখ খোলেননি অভিনেতা। কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত ছবির প্রদর্শন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তাঁরা। 

উৎসবের মরসুমে মুক্তি পেয়েছে অক্ষয়-ক্যাটরিনা অভিনীত 'সূর্যবংশী'। প্রথম দিনেই ছবিটি কামিয়েছে ২৬ কোটি টাকা। রবিবার ছবিটি আরও ভালো ব্যবসা দিতে পারে বলে আশাবাদী সিনে-বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- দলের নেতাদের মন্দিরে ঘিরেছিলেন কৃষকরা! চোখ উপড়ে হাত কেটে ফেলার হুমকি BJP সাংসদের

 

.