আদিত্যর রিসেপশনে আমন্ত্রিত প্রধানমন্ত্রী থেকে বিগ বি, করোনার জেরে আতঙ্কিত উদিত নারায়ণ

ছেলের রিসেপশন নিয়ে মুখ খোলেন উদিত নারায়ণ নিজে 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 1, 2020, 02:58 PM IST
আদিত্যর রিসেপশনে আমন্ত্রিত প্রধানমন্ত্রী থেকে বিগ বি, করোনার জেরে আতঙ্কিত উদিত নারায়ণ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য নারায়ণ। মহারাষ্ট্রের একটি মন্দিরে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসছে বিয়ের আসর। করোনা পরিস্থিতির জন্য একেবারে ঘরোয়াভাবে সম্পন্ন হচ্ছে বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন :  অন্তঃসত্ত্বা অনুষ্কা, বিরাটের সাহায্যে যোগের অনুশীলন করছেন অভিনেত্রী, দেখুন

শ্বেতা আগরওয়াল এবং আদিত্য নারায়ণের বিয়ের পর সাদামাঠাভাবেই হবে রিসেপশনের আসর। তবে ছেলের রিসেপশনে বলিউডের বেশ কয়েকজন তাবড় সেলেবদের আমন্ত্রণ জানিয়েছেন উদিত নারায়ণ। সূত্রের খবর, আদিত্য-শ্বেতার রিসেপশনে আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, মাধুরী দীক্ষিত-সহ ৫০ জন তারকাকে। আমন্ত্রণ জানানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তবে করোনা পরিস্থিতির জেরে কে কে হাজির হবেন, সে বিষয়ে তিনি সন্দিহান বলে জানান উদিত নারায়ণ।

২০১০ সালে শাপিত-এর সেটে শ্বেতা আগরওয়ালের সঙ্গে পরিচয় হয় আদিত্য নারায়ণের। সেই থেকেই দুজনের সম্পর্কের সূত্রপাত। যদিও কেরিয়ারের জেরে এতদিন পর্যন্ত এ বিষয়ে কেউ মুখ খোলেননি।

.