Neeraj Chopra নয়, নীরজ পাণ্ডেকে সোনা জয়ের শুভেচ্ছা 'গুনগুন'-র, ভুল ধরলেন নেটিজেনরা

শুভেচ্ছা জানাতে ভোলেননি পর্দার 'গুনগুন'।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 8, 2021, 04:40 PM IST
Neeraj Chopra নয়, নীরজ পাণ্ডেকে সোনা জয়ের শুভেচ্ছা 'গুনগুন'-র, ভুল ধরলেন নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। বর্শার ফলায় দেশকে সোনা এনে দিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন নীরজ। তাঁর পদক জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। চারিদিক থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে যাচ্ছে নীরজের কাছে। বলিউড থেকে টলিউড কমবেশি সব তারকাই নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানাতে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। শুভেচ্ছা জানাতে ভোলেননি পর্দার 'গুনগুন'।

অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) আপাতত গোয়াতে (Goa) ছুটি কাটাচ্ছেন, সেখান থেকেই নীরজকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন। তৃণা ফেসবুকে লেখেন, 'নীরজ পাণ্ডে তোমাকে নিয়ে গর্বিত'। কিন্তু সে কি! যিনি পদক জিতেছেন, তাঁর নাম তো নীরজ পাণ্ডে নয়, নীরজ চোপড়া। মাত্র ৫ শব্দের শুভেচ্ছা বার্তাতেই এমন ভুল! বিষয়টি চোখ এড়ায়নি নেটিজেনদের। সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে ট্রোল করতে শুরু করেন কিছু লোকজন। তবে আবার অনেকেই শান্ত ভাবে তৃণার ভুল ধরিয়ে দিয়ে লেখেন, 'আমার মনে হয়, ওটা নীরজ চোপড়া হবে।' কিছুজন আবার হেসেই খান্ত হন। 

 আরও পড়ুন-আমার ভিডিয়ো Shilpa-র পছন্দ হয়েছে, একথা Raj-ই আমায় বলেছিলেন : Sherlyn Chopra

 

যদিও কিছুক্ষণের মধ্যেই নিজের ভুল শুধরে নেন তৃণা, তবে ততক্ষণে পুরনো লেখা স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে টিস্কা চোপড়াও ঠিক এমনই এক কাণ্ড ঘটিয়েছিলেন। মীরাবাঈ চানুকে পদক জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে ইন্দোনেশিয়ার ভারোত্তলক উইন্ডি ক্যানটিকা আইসাহ (Windy Cantika Aisah)-র ছবি শেয়ার করে বসেছিলেন। টিস্কা অবশ্য পরে ক্ষমা চেয়ে নেন। তবে তৃণা এনিয়ে বেশি কথা না বাড়িয়ে ভুল সংশোধন করে পুনরায় নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.