করোনা আক্রান্ত সুদীপ্তা চক্রবর্তী, কেমন আছেন অভিনেত্রী?

করোনা আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এখবর নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 18, 2020, 10:31 PM IST
করোনা আক্রান্ত সুদীপ্তা চক্রবর্তী, কেমন আছেন অভিনেত্রী?

নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এখবর নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী। তবে তিনি ভালো আছেন, অনুরাগীদের অকারণ চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সুদীপ্তা চক্রবর্তী নিজের ফেসবুক পোস্টে লেখেন, ''জীবন চমকে পূর্ণ!! আমার COVID-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
তবে বন্ধুরা ... দয়া করে আতঙ্কিত হবেন না,  আমি ঠিক আছি। এখন পর্যন্ত জ্বর নেই, শরীরের ব্যথা নেই, শ্বাসকষ্টের সমস্যা নেই, তবে নাক বন্ধ। স্বাদ এবং গন্ধ পাচ্ছি না। এই পর্যন্তই...''

সুদীপ্তা আরও জানান, ''আমার স্বামী এবং মেয়ে একেবারে ভাল আছে এবং তাঁদের ৪/৫ দিন পর পরীক্ষা করতে বলা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৪দিন ধরে বাড়িতেই আইসোলেশনে আছি। ওষুধ চলছে। শীঘ্রই সুস্থ হয়ে উঠব নিশ্চিত। আপনারা সবাই সাবধানে.. নিরাপদে থাকুন!''

Life is full of surprises!! I've been tested COVID-19 positive. Friends...Don't panic please. I'm doing okay. No fever,...

Posted by Sudiptaa Chakraborty on Wednesday, 18 November 2020

সুদীন্ত চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

.