প্রয়াত অভিনেতা পার্থ মুখোপাধ্যায়

১৯৫৬ সালে একজন শিশু শিল্পীর খোঁজ করছিলেন পরিচালক চিত্ত বসু। তখনই ছোট্ট পার্থ'র সঙ্গে আলাপ।

Updated By: Dec 25, 2017, 01:34 PM IST
প্রয়াত অভিনেতা পার্থ মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হল অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন- প্রয়াত জটিলেশ্বর মুখোপাধ্যায়

১৯৫৬ সালে একজন শিশু শিল্পীর খোঁজ করছিলেন পরিচালক চিত্ত বসু। তখনই ছোট্ট পার্থ'র সঙ্গে আলাপ। সেবছরই 'মা' ছবিতে শিশু শিল্পী হিসেবে ফিল্মি দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে তাঁর। ছ'য়ের দশকে প্রথম ছবি পরিচালক তপন সিংহের 'অতিথি'। সেই ছবির জন্য জাতীয় পুরস্কার পান পার্থ মুখোপাধ্যায়। এরপর ১৯৬৩ সালে 'বালিকা বধূ' ছবিতে তাঁর অভিনয় ভীষণ ভাবে প্রশংসিত হয়। সাতের দশকে 'ধন্যি মেয়ে' এবং 'অগ্নিশ্বর', আটের দশকে 'আমার পৃথিবী' এবং 'বাঘ বন্দি খেলায়' উত্তর কুমারের ছেলের ভূমিকায় অভিনয় করেন পার্থ মুখোপাধ্যায়। ভেনিস চলচ্চিত্র উত্‍সবে একটুর জন্য তাঁর হাতছাড়া হয় সেরা অভিনেতার পুরস্কার।

.