''সমস্ত সুরক্ষাবিধি মানার পরও আমি Covid-19 পজিটিভ'', জানালেন অভিনেতা Abir Chatterjee
টুইটার ও ইনস্টাগ্রামে লম্বা পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন আবীর।
নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। রবিবার, তাঁর Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই শেয়ার করেছেন অভিনেতা। টুইটার ও ইনস্টাগ্রামে লম্বা পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন আবীর (Abir Chatterjee)।
আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) লিখেছেন, ''ফের একবার প্রমাণিত হল, জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম, তাঁরা সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই কাজ করছিলেন। আমি এবং আমার টিমও সবকিছু মেনে চলেছি, কিন্তু তারপরেও আমার Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।''
অভিনেতা (Abir Chatterjee) আরও লিখেছেন, ''এসব সত্ত্বেও অদ্ভুত ভাবে আমি ফিট আছি, সুস্থ আছি। শুধু কোনওকিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। পরিবারের সকলেই শীঘ্রই টেস্ট করাবেন। শুধু প্রার্থনা করছি, তাঁরা যেন নিরাপদে থাকে। এই কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি যেন তাঁরাও কোভিড টেস্ট করে নেন। এটা তাঁদের সুরক্ষার কারণেই করা উচিত। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।''
আরও পড়ুন-অভিনয় নয়, এবার তিনি বিশেষ ভূমিকায়, Taimur-এর জন্মদিনে প্রকাশ্যে আনলেন Kareena
আরও পড়ুন-''ধর্মন্তরিত হতে রাজি না হওয়ায় Divorce-এর হুমকি'', ফের বিস্ফোরক ওয়াজিদ খানের স্ত্রী
প্রসঙ্গত, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগী ও সহকর্মীরা। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে আবীর অভিনীত 'সুইজারল্যান্ড' ছবিটি। পাশাপাশি Zee বাংলা 'সারেগামাপা'-র সঞ্চলনাও করছেন আবীর।