Abhishek Chatterjee: অভিষেকের মৃত্যুর পর আর্থিক সমস্যায় ভুগছে পরিবার? মুখ খুললেন অভিনেতার স্ত্রী

গুঞ্জন ছড়ায় যে অভিষেকের(Abhishek Chatterjee) মৃত্যুর পর আর্থিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। অর্থকষ্টে ভুগছেন তারকার স্ত্রী ও কন্যা। এমনকি অভিষেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে। 

Updated By: Mar 30, 2022, 06:58 PM IST
Abhishek Chatterjee: অভিষেকের মৃত্যুর পর আর্থিক সমস্যায় ভুগছে পরিবার? মুখ খুললেন অভিনেতার স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: গত বৃহস্পতিবার ভোর রাতে প্রয়াত হয়েছেন টলিউডের(Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়(Abhishek Chatterjee)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি(Industry)। এরপরই গুঞ্জন ছড়ায় যে অভিষেকের মৃত্যুর পর আর্থিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। অর্থকষ্টে ভুগছেন তারকার স্ত্রী ও কন্যা। এমনকি অভিষেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে। এবার এই ঘটনা প্রস্ঙ্গে মুখ খুললেন অভিনেতার স্ত্রী। অভিষেকের প্রোফাইল থেকেই লিখলেন সোশ্যাল মিডিয়ায়। 

সংযুক্তা লেখেন,'আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী। আমি সবাইকে অনুরোধ করছি যে এই দুঃসময়ে আমি আর আমার মেয়ে সাইনাকে আপনারা একটু আমাদের ব্যক্তিগত স্পেস দিন। পাশাপাশি আমি সবাইকে অনুরেধ করছি যে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়াচ্ছে, তা থেকে দূরে থাকুন। অভিষেক আমাদের ছেড়ে চলে গেছে। তাঁর পরিবার যথেষ্ট আর্থিকভাবে স্বচ্ছল। অভিষেকের কাছে ওঁর পরিবারই সব ছিল, ওঁর অবর্তমানে যাতে আমরা ভালো থাকি সব ব্যবস্থাই করে গেছে। অভিষেকের চরম নীতিবোধ ছিল। ওঁ কোনওদিন কারোর কাছ থেকে কোনও সাহায্য নেয়নি। এই সময় ওঁর ঐ মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রাখা উচিত।' 

সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা বিভিন্ন গুজবের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়ে সংযুক্তা বলেন, 'আমি নিজেও ব্রিটেনের একটি ফিনটেক ফার্মে চাকরি করি। আমাকে অভিষেকের ইন্ডাস্ট্রির বন্ধুরা আর্থিক সাহায্য করেছে বলে যে ভুল খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমি তার বিরোধিতা করছি। এগুলো সত্যি নয়। কেউ আমাদের কোনও সাহায্য করতেও চায়নি আর অভিষেক চ্যাটার্জির পরিবারের কোনও আর্থিক সাহায্যের দরকারও নেই।'

আরও পড়ুন: Shah Rukh Khan: বডিগার্ড ছাড়াই রাস্তায় ঘুরছেন শাহরুখ, ফ্যানেদের সঙ্গে তুলছেন সেলফি...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.