ফারহা খানের মেয়ের আঁকা ছবির জন্য় ১ লক্ষ দিলেন অভিষেক

ফারহার সঙ্গে অভিষেকের বন্ধুত্ব বি টাউনে বেশ চর্চিত

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 28, 2020, 03:18 PM IST
ফারহা খানের মেয়ের আঁকা ছবির জন্য় ১ লক্ষ দিলেন অভিষেক

নিজস্ব প্রতিবেদন : চলচ্চিত্র পরিচালক ফারহা খানের মেয়েকে ১ লক্ষ পুরস্কার দিলেন অভিষেক বচ্চন। কেন জানেন! 

চলচ্চিত্র পরিচালক ফারহা খানের মেয়ে আনায়া রাস্তার কুকরদের দেখাশোনা, খাওয়াদাওয়ার জন্য একটি সংস্থা খুলেছে। মা ফারহা খান এবং বাবা শিরিষ কুন্দার সাহায্যেই পশুদের সেবা শুশ্রষার কাজ করে আনায়া। এবার সেই সংস্থার জন্যই আনায়াকে ১ লক্ষের অনুদান দেন অভিষেক।

সম্প্রতি করোনাকে মহামারী ঘোষণা পর দেশ জুড়ে শুরু হয় লকডাউন। যার ফলে রাস্তা থেকে সারমেয়দের ধরে এনে তাদের খাওয়ানো ও দেখাশোনা শুরু করেন আনায়া। সম্প্রতি নিজের হাতে বেশ কয়েকটি ছবি এঁকে অর্থ যোগাড়ের চেষ্টা শুরু করে আনায়া। ফারহা খানের মেয়ের সেই চেষ্টাতেই এবার হাত মেলার অভিষেক বচ্চন। বন্ধুর মেয়ের সংস্থার জন্য ১ লক্ষ অনুদান দেন জুনিয়র বচ্চন।

.