উইল স্মিথদের পিছনে ফেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অভিষেক বচ্চনের নাম!
অভিষেক বচ্চনের নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে! হ্যাঁ, আপনি ভুল পড়েননি। ঠিকই পড়েছেন, হলিউড স্টার উইল স্মিথদের পিছনে ফেলে দিয়ে গিনেস বুকে রেকর্ড রয়েছে জুনিয়র বচ্চনের নামেই।ভাবছেন ৪০ বছর বয়সী তারকা কী এমন করলেন, যাতে তাঁর নাম উঠে গেল গিনেস বুকে!
ওয়েব ডেস্ক: অভিষেক বচ্চনের নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে! হ্যাঁ, আপনি ভুল পড়েননি। ঠিকই পড়েছেন, হলিউড স্টার উইল স্মিথদের পিছনে ফেলে দিয়ে গিনেস বুকে রেকর্ড রয়েছে জুনিয়র বচ্চনের নামেই।ভাবছেন ৪০ বছর বয়সী তারকা কী এমন করলেন, যাতে তাঁর নাম উঠে গেল গিনেস বুকে!
আরও পড়ুন গব্বর শুধু গোঁফে তা দিয়ে কাটিয়ে দিলেন আর গম্ভীর ভালো খেলেও বাইরে থেকে গেলেন
অভিষেকের নাম গিনেস বুকে যে রেকর্ডটি রয়েছে, সেটি হল, মোস্ট পাবলিক অ্যাপিয়ারেন্স মেড বাই আ ফিল্মস্টার ইন টুয়েলভ আওয়ার্স। হ্যাঁ, একজন ফিল্মস্টার হিসেবে ১২ ঘণ্টার মধ্যে সবথেকে বেশি জায়গা জুড়ে মানুষের সঙ্গে দেখা করেছেন তিনি। দিল্লি সিক্স মুক্তি পাওয়ার আগে তার প্রোমোশনের জন্য একদিনে দেশের ৭টি শহর ভ্রমণ করেছেন অভিষেক। সেইজন্যই তাঁর নামে এই রেকর্ড!
আরও পড়ুন মোদী থেকে অশ্বিন, জন্মদিনের শুভেচ্ছায় ছক্কা সেহবাগের