আমিরের বিরুদ্ধে রাখির অভিযোগ, চোরি কিয়া রে

শিরোনামে আসতে যে কোনও কিছু করতে প্রস্তুত একজন। অন্যজন সচরাচর এড়িয়ে চলেন বিতর্ক। কিন্তু তাতেও রাখির হাত থেকে নিষ্কৃতি পেলেন না আমির। শিরোনামে আসতে এবার মিস্টার পারফেকশনিস্টেরই ঘাড় মটকালেন বলিউডের এই আইটেম গার্ল। বললেন, তাঁর অনুষ্ঠান রাখি কি ইনসাফের কনসেপ্ট চুরি করেছেন আমির।

Updated By: May 9, 2012, 09:51 PM IST

শিরোনামে আসতে যে কোনও কিছু করতে প্রস্তুত একজন। অন্যজন সচরাচর এড়িয়ে চলেন বিতর্ক। কিন্তু তাতেও রাখির হাত থেকে নিষ্কৃতি পেলেন না আমির। শিরোনামে আসতে এবার মিস্টার পারফেকশনিস্টেরই ঘাড় মটকালেন বলিউডের এই আইটেম গার্ল। বললেন, তাঁর অনুষ্ঠান রাখি কি ইনসাফের কনসেপ্ট চুরি করেছেন আমির।
গত রবিবার `সত্যমেব জয়তে` ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছেন আমির খান। ধারাবাহিকের এক একটি পর্বে বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরবেন তিনি। গত পর্বে কন্যাভ্রুণ হত্যা নিয়ে আমিরের ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার পর দেশ জুড়ে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। আমিরের প্রয়াস যে সাড়া ফেলেছে তা মেনে নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি-ও। তিনি বলেন, "আমিরের মতো জনপ্রিয় ব্যক্তিরা সচেতনতা বাড়াতে উদ্যোগী হলে সমাজের নিচু স্তর পর্যন্ত তার প্রভাব পড়ে।" স্টার প্লাস-সহ চারটি রিজিওনাল চ্যানেল ছাড়াও দূরদর্শনকে অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি দেওয়ার জন্য আমিরকে ধন্যবাদ জানান মন্ত্রী।
কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। রাখির দাবি, তাঁর অনুষ্ঠানের ফরম্যাট চুরি করেছে আমির খান প্রোডাকশনস। তিনি জানান, অনুষ্ঠানটি করতে করতে তিনি মানসিক ভাবে এতই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে সুস্থ্য হয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্ব নিয়ে ভাবনা চিন্তা করছিলেন তিনি। এরই মধ্যে এই কাণ্ড।
তবে আমিরের স্তুতি করতেও ছাড়েননি রাখি। বিভিন্ন সময় আমির তাঁর পাশে দাঁড়িয়েছেন বলে কৃতজ্ঞতা স্বীকার করেন।
ওদিকে আমিরের ধারাবাহিক নিয়ে মুখ খুলেছেন তসলিমা নাসরিনও। তিনি বলেন, "আমিরের মতো সুদর্শন পুরুষ যা করবে তাই লোকে দেখবে। এতে নতুন কী আছে?"
রবিবার অনুষ্ঠানে দেওয়া কথা মেনে বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে দেখা করেন আমির। কন্যাভ্রুণ হত্যা সংক্রান্ত যাবতীয় মামলার তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য মুখ্যমন্ত্রীকে একটি ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠনের অনুরোধ করেন। বিষয়টি নিয়ে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন অশোক গেহলট।

.