Nawazuddin Siddiqui: কুৎসা করা স্ত্রীই নওয়াজের প্রশংসায় পঞ্চমুখ, কেন?

Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিন সিদ্দিকির পারিবারিক অশান্তির খবর নতুন নয়। কিন্তু এবার নওয়াদের মঙ্গেই ছবিতে নামলেন আলিয়া। তবে কি সব মিটমাট?

Updated By: May 2, 2023, 12:38 PM IST
Nawazuddin Siddiqui: কুৎসা করা স্ত্রীই নওয়াজের প্রশংসায় পঞ্চমুখ, কেন?

পায়েল মুখার্জী, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নওয়াজউদ্দিন সিদ্দিকির জীবনে বৈবাহিক সমস্যা নতুন কিছু নয়। কিন্তু এরই মাঝে ঘটল এক আজব ঘটনা। নওয়াজ পত্নী আলিয়া সিদ্দিকি তাঁর প্রোডাকশন ভেঞ্চার হোলি কাউয়ের প্রচারে ব্যস্ত। ১৯ এপ্রিলে একটি ডিজিটাল রিলিজ করা হয় অ্যামজন প্রাইম ভিডিওতে। এই ছবিতে অভিনয় করেছেন তাঁর স্বামী নওয়াজও। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে হোলি কাউ নিয়ে মুখ খুললেন আলিয়া। ছবিতে সঞ্জয় মিশ্র, তিগমাংশু ধুলিয়া এবং সাদিয়া সিদ্দিকির মতো প্রতিভাবান অভিনেতারা অভিনয় করেছেন। নওয়াজও একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন এই ফিল্মে। সেই ক্যামিও রোলে অভিনয় করার জন্য নওয়াজকে ধন্যবাদ জানিয়েছেন আলিয়া।  

আরও পড়ুন, Amitabh Bachchan: ‘একে একে সবাই চলে যাচ্ছে’, পামেলা চোপড়ার মৃত্যুতে শোকাহত অমিতাভ...

হোলি কাউ একজন মুসলিম ব্যক্তির পোষ্য গরুর গল্প। চিত্রনাট্য এগোলে দেখা যায় নিখোঁজ হয়েছে গরু। সেই গরুটিকে ফিরে পাওয়ার যাত্রাকে নিয়ে এই গল্প তৈরি করা হয়েছে।  ফিল্মের কাস্ট সম্পর্কে আলিয়া জানিয়েছেন, 'এই ছবিটির জন্য কোনও পরিচিত তারকার প্রয়োজন ছিল না। এটির জন্য প্রয়োজন ছিল অভিনয় দক্ষতা। সঞ্জয় মিশ্র অবিশ্বাস্য কাজ করেছেন। মুকেশ ভাট, সাদিয়া সিদ্দিকি এবং তিগমাংশু ধুলিয়া যথাযথ পরিশ্রম করেছেন এই ছবির জন্য।'

হোলি কাউ সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার পেয়েছে। এই বিষয় বিশেষ আলিয়া জানিয়েছেন, ' দুবাইতে থাকার কারণে দর্শকদের প্রতিক্রিয়া আমি এখনও জানি না। তবে, যখন ছবিটি থিয়েটারে মুক্তি পায়, তখন আমরা অনেকের কাছ থেকে দুর্দান্ত প্রতিক্রিয়া পেয়েছি। দর্শকরা এটি পছন্দ করেছিলেন। এই ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওর মতো একটি ভালো প্ল্যাটফর্ম পেয়েছে। আমি চাই আরও বেশি করে এই ফিল্মটি দর্শকদের কাছে পোঁছে যাক এবং তাঁদের মতামত জানার অপেক্ষায় রয়েছি।'

আরও পড়ুন, Sean Banerjee: হানিমুনে শন-ঐশ্বর্য, নয়া জার্নি শুরু জনপ্রিয় অভিনেতার...

 আলিয়া জানিয়েছেন,'আমি একটি ছবির জন্য শ্যুটিং করেছি যা আমি আগামী বছর কান ফিল্ম উৎসবে পাঠাব।' পাশাপাশি একজন জনপ্রিয় লোকশিল্পীকে নিয়ে একটি ফিল্মও নির্মাণ করছেন তিনি। সেই বিষয় তিনি শেয়ার জানান, 'আমি তীজন বাঈকে নিয়ে একটি ছবি তৈরি করছি। তিনি একজন পান্ডবনী লোকশিল্পী। পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পেয়েছেন। ছবিটি তৈরি করার জন্য আমি প্রস্তুত। শ্যুটিং শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে। স্ক্রিপ্ট তৈরি আছে এবং আমরা ছবির কাস্ট এবং পরিচালককে গল্পটি শুনিয়ে দিয়েছি। এবার শুধু ছবির কাগজপত্রগুলো রেডি হলেই আমরা এই ফিল্মটি ঘোষণা করব।'

 

  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.