কানাডায় এবার রহমান স্ট্রিট

এ আর রহমানের নামে রাস্তার নামকরণ করা হল কানাডায়। ওন্টারিওর মরখমে রাস্তার নতুন নাম এখন `আল্লারাখা রহমান স্ট্রিট`। নিজের নামে রাস্তা হওয়ায় উল্লসিত রহমান টুইট করেছেন, "আমার রাস্তায় সকলকে স্বাগত জানাই! (কানাডার মরখমে)।"

Updated By: Nov 5, 2013, 05:10 PM IST

এ আর রহমানের নামে রাস্তার নামকরণ করা হল কানাডায়। ওন্টারিওর মরখমে রাস্তার নতুন নাম এখন `আল্লারাখা রহমান স্ট্রিট`। নিজের নামে রাস্তা হওয়ায় উল্লসিত রহমান টুইট করেছেন, "আমার রাস্তায় সকলকে স্বাগত জানাই! (কানাডার মরখমে)।"
এখনও পর্যন্ত রহমানের ঝুলিতে রয়েছে জুটি অস্কার, একটি বিএফটিএ পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব ও দুটি গ্র্যামি। পেয়েছেন মোজার্ট অফ ম্যাড্রাস ও ইসাই পুয়ালের মত উপাধিও। ২০০৯ সালে স্লামডগ মিলেনিয়র ছবিতে মিউজিক দেওয়ার জন্য অস্কার পান রহমান। ১৯৯২ সালে মনিরত্নম পরিচালিত রোজা ছবিতে মিউজিক দিয়ে কেরিয়ার শুরু করেন রহমান। প্রথম ছবিতেই সেরা সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় পুরস্কার জিতে নেন রহমান।

.