ভাষাদিবসে বাংলা গানের জলসা নজরুল মঞ্চে
আ মরি বাংলা ভাষা। একুশে ফেব্রুয়ারি ভাষাদিবস উপলক্ষে হতে চলেছে এক সুরেলা অনুষ্ঠান। উদ্যোগে গায়ক প্রতীক চৌধুরী।
Updated By: Feb 17, 2016, 08:29 PM IST
ওয়েব ডেস্ক: আ মরি বাংলা ভাষা। একুশে ফেব্রুয়ারি ভাষাদিবস উপলক্ষে হতে চলেছে এক সুরেলা অনুষ্ঠান। উদ্যোগে গায়ক প্রতীক চৌধুরী।
ভাষা দিবসে গানে ও কবিতায় ভরে থাকবে সারাদিন। দিনভর নানান স্বাদের বাংলা গান। পুরাতনী থেকে নাটকের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকসঙ্গীত এছাড়াও বাকি সব রকমের বাংলা গান। পাশাপাশি থাকছে বাংলা ব্যান্ড, গান কথা, ও কবিতা পাঠ। ভাষাদিবস উপলক্ষে এই সমারহে প্রায় ৩৫ জন শিল্পী গান গাইবেন। জানালেন প্রতীক চৌধুরী। আর এই সুরেলা সফরের যাত্রী হয়ে বেশ খুশি সঙ্গীতশিল্পীরা। একই দিনে নানা ধরনের গান শুনতে হলে যেতে হবে রবিবার নজরুল মঞ্চে। সকাল থেকেই।