এ আর রহমানের শুধু নয়, আজ তাঁর ছেলেরও জন্মদিন!

আজ ৬ জানুয়ারি। ১৯৬৭ সালের আজকের দিনেই জন্ম হয়েছিল এ দেশের আজকের দিনের অন্যতম সেরা সুরকার এ আর রহমানের। আজ তাঁর জন্মদিনে তাঁর সুরে গানও শুনুন। আর জেনে নিন এমন কিছু তথ্য যেগুলো আপনি জানেন না।

Updated By: Jan 6, 2016, 03:18 PM IST
 এ আর রহমানের শুধু নয়, আজ তাঁর ছেলেরও জন্মদিন!

ওয়েব ডেস্ক: আজ ৬ জানুয়ারি। ১৯৬৭ সালের আজকের দিনেই জন্ম হয়েছিল এ দেশের আজকের দিনের অন্যতম সেরা সুরকার এ আর রহমানের। আজ তাঁর জন্মদিনে তাঁর সুরে গানও শুনুন। আর জেনে নিন এমন কিছু তথ্য যেগুলো আপনি জানেন না।

১) এ আর রহমান আসলে সুরকার নয়, চেয়েছিলেন জীবনে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে।

২) কানাডার মারখামের একটি রাস্তার নামকরণ করা হয়েছে তাঁর নামে ২০১৩ সালের নভেম্বর মাস থেকে।

৩) আজ শুধু এ আর রহমানেরই জন্মদিন নয়, তাঁর ছেলে আমিনেরও জন্মদিন!

৪) শুধু স্লামডগ মিলেনিয়ার নয়, এ আর রহমান সুর করেছেন হলিউডের জনপ্রিয় মুভি ১২৭ হাওয়ারস এবং লর্ড অফ ওয়ারে।

৫) জয় হো গানটি রহমান সুর করেছিলেন সলমন খানের ফিল্ম যুবরাজের জন্য!

৬) ২০০০ সালে এ আর রহমানেরই জিঙ্গলে একটি ফরাসি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল জিনেদিন জিদানকেও!

৭) এয়ারটেলের সিগনেচার টিউনটি বিশ্বের সবথেকে বেশি ডাউনলোড হওয়া মোবাইল মিউজিক। এটি ১৫০ মিলিয়নেরও বেশি ডাউনলোড করা হয়েছে!

৮) এ আর রহমান যখন হিন্দু ছিলেন, তখন তাঁর নাম ছিল দীলিপ কুমার।

৯) রহমানকে দক্ষিণে মানুষ ডাকে 'দ্য মোজার্ট অফ মাদ্রাজ' নামে।

১০) এ আর রহমানের স্ত্রীর নাম শায়রাবানু।

 

.