অনির্দিষ্ট কালের ধর্মঘটে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের ২.৫ লক্ষ কলাকুশলী
Updated By: Aug 16, 2017, 12:42 PM IST
ওয়েব ডেস্ক: বেতন কাঠামোর উন্নতি চেয়ে এবং কর্মস্থলে সুযোগ সুবিধার দাবি নিয়ে অনির্দিষ্ট কালের ধর্মঘটে গেল 'ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসে'র (এফডব্লুআইসিই) ২.৫ লক্ষ কর্মচারী। সংগঠনের সভাপতি বীরেন্দ্র নাথ তিওয়ারি বলেন, "কলাকুশলীদের দিনে ৮ ঘন্টার বেশি কাজ করতে হয়। তাঁদের কোনও নিরাপত্তা থাকে না...এমনকি ৯০ দিন পরেও নিয়মিতভাবে বেতন জোটে না"। তিনি আরও জানান যে, ধর্মঘটীদের মূলত অভিযোগ টেলিসিরিয়ালের প্রযোযকদের বিরুদ্ধে, সিনেমা প্রযোযকদের ক্ষেত্রে সেভাবে অভিযোগ নেই।
উল্লেখ্য, ২০১৫ সালেও এই এক দাবি তুলেছিলেন কলাকুশলীরা। সেই সময় তাঁদের আশ্বস্ত করে বলা হয় যে, প্রথম বছরেই ১৩ শতাংশ বেতন বাড়ানো হবে, কিন্তু আদতে হয়নি কিছুই। তাই এবার নিজেদের দাবিতে অনড় থেকে কঠোর প্রতিবাদের পথে পশ্চিমের কলাকুশলীরা।