অরুণিমাকে ফেসবুকে হুমকি দিয়ে গ্রেফতার মুদি দোকানদার মুকেশ সাউ

অরুণিমা জানিয়েছেন,মাস কয়েক ধরে তাঁকে সোশ্যাল সাইটে বিরক্ত করা শুরু করে ওই ব্যক্তি। তাঁকে ও তাঁর বন্ধুদের নানা কুরুচিকর মন্তব্য করতে থাকেন তিনি।

Updated By: Jul 16, 2019, 09:47 AM IST
অরুণিমাকে ফেসবুকে হুমকি দিয়ে গ্রেফতার মুদি দোকানদার মুকেশ সাউ

নিজস্ব প্রতিবেদন: টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষকে সোশ্যাল সাইটে কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম, মুকেশকুমার সাউ। সোমবার তাকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিস। 

 

পুলিস সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ফেসবুকে অরুণিমাকে নানা ধরণের হুমকি দিচ্ছিলেন এক ব্যক্তি। নানা করম কুরুচিকর মন্তব্যের পাশাপাশি হুমকিও দিচ্ছিলেন তিনি। বিষয়টি মাত্রা ছাড়ালে লালবাজারের সাইবার সেলে অভিযোগ করেন অভিনেত্রী। এর পরই তদন্তে নেমে মুকেশকুমার সাউকে গ্রেফতার করে পুলিস। সে ভুয়ো প্রোফাইল থেকে একাজ করছিল বলে জানিয়েছে পুলিস। 

অরুণিমা জানিয়েছেন,মাস কয়েক ধরে তাঁকে সোশ্যাল সাইটে বিরক্ত করা শুরু করে ওই ব্যক্তি। তাঁকে ও তাঁর বন্ধুদের নানা কুরুচিকর মন্তব্য করতে থাকেন তিনি। শেষে আমাকে অনুসরণ করা শুরু করে সে। এর পরই পুলিসকে জানাই। 

যত খুশি গালাগালি দিন, তৃণমূলের পাশে থাকা নিয়ে মত বদলাবে না, বললেন তন্ময়

পুলিস জানিয়েছে, মুকেশ ময়ূখ সাহা নামে একটি ভুয়ো প্রোফাইল থেকে এই কাজ করত অভিযুক্ত। গড়ফায় একটি মুদি দোকান চালায় সে। 

.