করণ, যশরাজ, সলমনকে বয়কটের দাবিতে একজোট ৪০ লক্ষ মানুষ!

অনলাইনে চলছে সই সংগ্রহের কাজ 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 23, 2020, 12:02 PM IST
করণ, যশরাজ, সলমনকে বয়কটের দাবিতে একজোট ৪০ লক্ষ মানুষ!
সুশান্ত সিং রাজপুত, সলমন খান, করণ জোহর

নিজস্ব প্রতিবেদন : ​বলিউড থেকে চিরকালের জন্য দূর করা হোক স্বজনপোষণকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সরব হতে শুরু করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর প্রতিবাদে করণ জোহর, যশরাজ ফিল্মস এবং সলমন খান-কে বয়কটের ডাক দিয়ে সই সংগ্রহের কাজ শুরু হয়েছে অনলাইনে। করণ জোহর, সলমন খান এবং যশরাজ ফিল্মসকে বয়কটের দাবিতে অনলাইন পিটিশনে ইতিমধ্যেই ৪০ লক্ষের বেশি মানুষ স্বাক্ষর করে ফেলেছেন। করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস এবং সলমন খান এবং তাঁর প্রযোজনা সংস্থা এসকেএফ-এর সিনেমা যাতে মানুষ না দেখেন, তার জন্য একজোট হতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন  : অভিনেত্রী মারিনা কুয়ারকে যৌন হেনস্থা? সোনুর ভিডিয়ো নিয়ে তোলপাড়

শুধু তাই নয়, পাটনায় সলমন খানের বিয়িং হিউম্যান স্টোর ভাংচুর করা হয়েছে। বিয়িং হিউম্যান স্টোরের সামনে গিয়ে সলমন খান 'মুর্দাবাদ' বলে স্লোগান দিতে শুরু করেন সুশান্ত অনুরাগীরা। পাশাপাশি যে সমস্ত দোকানের উপরে সলমন খানের ব্যানার, পোস্টার রয়েছে, তা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মালিকদের। 

আরও পড়ুন  : প্রাক্তন ম্যানেজার দিশার আত্মহত্যার সঙ্গে যোগ রয়েছে সুশান্তের মৃত্যুর? ঘনাচ্ছে রহস্য

দেখুন...

 

এদিকে সুশান্ত সিং রাজপুত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে প্রায় গোটা দেশ জুড়ে। করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি এবং সলমন খানের বিরুদ্ধে ইতিমধ্যেই বিহারের মুজফ্ফরপুরের আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। পাশাপাশি বলিউডের ৫ প্রযোজনা সংস্থাকেও নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিস। শিগিগরই ওই ৫ প্রযোজনা সংস্থার কর্ণধরকে পুলিস জিজ্ঞাসাবাদ করবে বলে খবর।

.