নৌ-সেনায় শতাধিক অফিসার নিয়োগ, আবেদন করতে পারেন তরুণীরাও
ইন্ডিয়ান নেভিতে জুন ২০২০ কোর্স ট্রেনিং দিয়ে পার্মানেন্ট কমিশন ও শর্ট সার্ভিস কমিশনে ১২১ জন অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যাতার তরুণ তরুণীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান নেভিতে জুন ২০২০ কোর্স ট্রেনিং দিয়ে পার্মানেন্ট কমিশন ও শর্ট সার্ভিস কমিশনে ১২১ জন অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যাতার তরুণ তরুণীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
শূন্যপদ রয়েছে এগজিকিউটিভ শাখায়, টেকনিক্যাল শাখায় এবং এডুকেশন শাখায়। প্রতিটি শাখার জন্য যোগ্যতা এবং বয়সসীমা ভিন্ন। বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশ যোগ্যতায় কোস্টগার্ডে চাকরি, বেতন ৪৭ হাজার টাকা পর্যন্ত
প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট (আইএনইটি) ও ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পরীক্ষার ফি: ২০৫টাকা। তপশিলি জাতি/উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবোদন করা যাবে ১৮মে থেকে ২৯ মে ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।