একই দিনে AIIMS ও জয়েন্টের প্রবেশিকা, বিপাকে পড়ুয়ারা

আগামী ২৫ এবং ২৬ মে AIIMS-এর প্রবেশিকার দিন নির্ধারিত হয়েছে। অন্যদিকে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের দিন নির্ধারিত হয়েছে ২৬ মে। 

Updated By: May 17, 2019, 06:22 PM IST
একই দিনে AIIMS ও জয়েন্টের প্রবেশিকা, বিপাকে পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন: একদিকে দিল্লির AIIMS-এর প্রবেশিকা, অন্যদিকে রাজ্যে রয়েছে  WBJEE-র পরীক্ষা। ফল স্বরূপ যেকোনও একটি পরীক্ষা থেকে বঞ্চিত হতে পারেন ছাত্র ছাত্রীরা। আগামী ২৫ এবং ২৬ মে AIIMS-এর প্রবেশিকার দিন নির্ধারিত হয়েছে। অন্যদিকে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের দিন নির্ধারিত হয়েছে ২৬ মে। অনেকেই উচ্চ শিক্ষার জন্য দুটি পরীক্ষাতেই বসে থাকেন, তবে একই দিনে পরীক্ষার কারণে এবছর আর সেটি সম্ভব হবে না।

আরও পড়ুন: মাধ্যমিক পাশ যোগ্যতায় কোস্টগার্ডে চাকরি, বেতন ৪৭ হাজার টাকা পর্যন্ত

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের চিকিৎসক মহল। সম্প্রতি এক ছাত্র রাজ্যের জয়েন্ট এনট্রান্স বোর্ডের চেয়ারম্যানকে পরীক্ষার দিন বদলানোর আবেদন জানিয়ে একটি চিঠিও লিখেছে। তবে কাটছে না জট। ছাত্রদের দাবি জয়েন্ট পরীক্ষার দিন বদল করা হোক অবিলম্বে। 

.