কেন্দ্রীয় পুলিস বাহিনীতে নিয়োগ, জেনে নিন আবেদনের বিস্তারিত
দিল্লি পুলিস ও সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সগুলিতে সাব ইনসপেক্টর এবং সিআই এসএফে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে অসংখ্য পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। শূন্যপদের হিসেব এখনও জানানো হয়নি। সময় মতো এসএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদন: দিল্লি পুলিস ও সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সগুলিতে সাব ইনসপেক্টর এবং সিআই এসএফে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে অসংখ্য পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। শূন্যপদের হিসেব এখনও জানানো হয়নি। সময় মতো এসএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।
বেতনক্রম: সাবইনস্পেক্টর পদে সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্স ও সাব-ইনস্পেক্টর পদে দিল্লি পুলিস পুলিসে লেভেল ৬ অনুযায়ী মূল বেতন ৩৫৪০০-১১২৪০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এগজিকিউটিভ) পদে সিআইএসএফে লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২,৩০০ টাকা।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখে বয়স হতে হবে ২০-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীময় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা ইন্টারভিউ/ পার্সোনালিটি টেস্টের মাধ্যমে।
আবেদনের পদ্ধতি: কেবলমাত্র অনলাইন আবেদন করা যাবে। প্রথমে ওয়ানটাইম রেজিস্ট্রেশন করতে হবে https://ssc.nic.in/ ওয়েবসাইটে। এই রেজিস্ট্রেশন সারা বছরই যে কোনও সময়ে করে রাখা যায়। তখন যে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হয় তার সাহায্যেই স্টাফ সিলেকশন কমিশনের যেকোনও পরীক্ষায় অনলাইন আবেদন করা যায়। অনলাইন আবেদন করা যাবে ১৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
নhttps://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_S... লিঙ্কে বিস্তারিত দেখা যাবে।