সাল-তামামি ২০১৪

ভারত এবং বিশ্বের ইতিহাসে ২০১৪ ঘটনাবহুল বছর হিসেবে লেখা থাকবে। সাফল্য, ব্যর্থতা, গর্ব, লজ্জা, আনন্দ, দুঃখে ভরা ঘটনাগুলি এক নজরে-

Updated By: Dec 20, 2014, 06:56 PM IST

ওয়েব ডেস্ক: ভারত এবং বিশ্বের ইতিহাসে ২০১৪ ঘটনাবহুল বছর হিসেবে লেখা থাকবে। সাফল্য, ব্যর্থতা, গর্ব, লজ্জা, আনন্দ, দুঃখে ভরা ঘটনাগুলি এক নজরে-

ভারত

১২ ডিসেম্বর- সারদা কাণ্ডে জেলে পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী মদন মিত্র।

৫ ডিসেম্বর- উরিতে মিলিটারি ক্যাম্পে জঙ্গি হামলায় মৃত ১১জন সেনা ও পুলিস।  

১ ডিসেম্বর- মাওবাদী হামলায় ছত্তিসগড়ের সুকমায় নিহত ১৪জন সিআরপিএফ জওয়ান।

৮ নভেম্বর- সরকারি গণবন্ধাত্বকরণ প্রক্রিয়ায় সামিল হয়ে অপরেশনের পর মৃত ১১জন মহিলা।

২ অক্টোবর- স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১০ অক্টোবর- নোবেল শান্তি পুরস্কারের জন্য ভারতীয় সমাজকর্মী কৈলাস সত্যার্থির নাম ঘোষণা।

১২ অক্টোবর- বিশাখাপত্তনমে আছড়ে পড়ল সাইক্লোন হুদহুদ।

৪-১০ সেপ্টেম্বর- ভয়াবহ বন্যার কবলে কাশ্মীর উপত্যাকা।

২৪ সেপ্টেম্বর- মঙ্গলের কক্ষপথে প্রবেশ করল ভারতের মার্স অরবাইটার মিশন।

২৬ সেপ্টেম্বর- উত্তর-পূর্ব ভারতে ভয়াবহ বন্যায় মৃত ৮৫ জন।

২৭ সেপ্টেম্বর- জেলে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।

 

২৮ অগাস্ট- সরকারিভাবে চালু প্রধানমন্ত্রী জন ধন যোজনা।

২১ অগাস্ট- কেরালায় নিষিদ্ধ হল ৭০০টি বার।

৩০ জুলাই- প্রবল বৃষ্টির জেরে ধস নেমে পুণের একটি গ্রামে মৃত ২০০।

১০ জুলাই- মোদী সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ।

৩০ জুন- PSLV-C23-এর সফল উৎক্ষেপণ করল ইসরো।

৩জুন- কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপিনাথ মুণ্ডের হঠাৎ দুর্ঘটনায় অকাল মৃত্যু।

২ জুন- অন্ধ্রপ্রদেশ ভেঙে জন্ম নিল ভারতের নতুন রাজ্য (২৯তম), তেলেঙ্গানা।

২৬ মে- ভারতের প্রধানমন্ত্রী রূপে শপথ নিলেন নরেন্দ্র মোদী।

১৬ মে- লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। ৩৩৫টি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠ রাজনৈতিক দল হিসাবে উঠে এল বিজেপি। ইউপিএ-র কপালে জুটল মাত্র ৬১টি আসন।

 

১৭ এপ্রিল- লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে নির্বাচন শুরু পশ্চিমবঙ্গে।

১৫ এপ্রিল- রূপান্তরকামীদের (ট্রান্সজেন্ডার) তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিল সুপ্রিমকোর্ট।

৭ এপ্রিল- শুরু হল লোকসভা নির্বাচন।

২৮ মার্চ- ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান C-130J Super Hercules।

২৭ মার্চ- 'হু'-এর কাছ থেকে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পেল ভারত।

১১ মার্চ- ছত্তিসগড়ে মাওবাদী হামলায় মৃত ১৫ জন নিরাপত্তাকর্মী।

২৮ ফেব্রুয়ারি- গ্রেফতার সাহারার সুপ্রিমো সুব্রত রায়।

১৭ ফেব্রুয়ারি- ইউপিএ সরকারের শেষ অন্তর্বতীকালীন বাজেট পেশ চিদাম্বরমের।

২৯ জানুয়ারি- দিল্লিতে বর্ণবৈষম্যের শিকার হয়ে মারা গেলেন অরুণাচলের যুবক নিডো তানিয়াম।

২৬ জানুয়ারি- আন্দামানের পোর্ট ব্লেয়ারে নৌকা ডুবি হয়ে মৃত ২১।

১৮ জানুয়ারি- মুম্বইয়ে পদপৃষ্ট হয়ে মৃত ১৮ জন।

৯ জানুয়ারি- মিথ্যে বলার অপরাধে অভিযুক্ত ভারতীয় কূটনীতিজ্ঞ দেবযানী খোবরাগাড়ে 'diplomatic immunity' পেয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন।

৭ জানুয়ারি- চাঁদিপুর থেকে পৃথিবী II মিসাইলের সফল উৎক্ষেপণ।

৫ জানুয়ারি- শ্রীহরিকোট্টা থেকে  GSAT-14 সফল উৎক্ষেপণ।

 

বিশ্ব

১৭ ডিসেম্বর- ১৯৬১ সালের পর কিউবার সঙ্গে ফের মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৬ ডিসেম্বর- পেশোয়ারে সেনা স্কুলে তালিবানি জঙ্গি হামলায় মৃত অন্তত ১৩১ জন পড়ুয়া।

১২ নভেম্বর- রোসেট্টা মহাকাশযান ফিলে ধূমকেতু ৬৭পি-এর বুকে নামল।

৩১ অক্টোবর- ইচ্ছা ছিল প্রেসিডেন্ট পদের সময়সীমা তুলে দেওয়ার। দেশ জোড়া প্রতিবাদের জেরে পদত্যাগ বুকরিনা ফাসোর প্রেসিডেন্ট ব্ল্যাইসে কমপাওর।

২৬ সেপ্টেম্বর- দলাই লামার ভিসার আবেদন নাকোচ করার প্রতিবাদে ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের সামিট বাতিল।

২২ সেপ্টেম্বর- সিরিয়াতে বোমারু বিমান হানা শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের।

৮ অগাস্ট- উত্তর ইরাকে আইসিস জঙ্গি দমনে বোমারু বিমান হানা শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের।

১৪ জুলাই- মালির কাছে ভেঙে পড়ল আলজাজিরার বিমান। মৃত ১১৬জন।

৮ জুলাই-২৬ অগাস্ট- গাজা উপত্যকায় ইসরায়েলি হানায় মৃত ২,১০০ জন প্যালেস্তানীয়।

২০ মে- নাইজেরিয়ায় জঙ্গি হানায় মৃত ১১৮ জন।

৫ মে- বোকো হারেম জঙ্গি হানায় মৃত ৩০০ জন।

১৬ এপ্রিল - কোরিয়ায় বোট ডুবে মৃত ২৯০ জন, মৃতদের  অধিকাংশই ছাত্র-ছাত্রী।

১৪ এপ্রিল- নাইজেরিয়ায় ২৭৬ জন কিশোরীকে অপহরণ করল বোকো হারেম জঙ্গিরা।

১০ এপ্রিল- ইউক্রেনের ক্রিমিয়া দখল করল রুশ সেনারা। এই ঘটনার জেরে Parliamentary Assembly of the Council of Europe -এ ভোটাধিকার হারাল রাশিয়া।

২৭ মার্চ- ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসাবে ঘোষণা রাষ্ট্রপুঞ্জের জেনেরাল অ্যামেম্বলি। খারিজ ক্রিমিয়ায় গণভোটের আবেদন।

২৪ মার্চ- জি এইট থেকে সাময়িক বরখাস্ত রাশিয়া।

৮ মার্চ- মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান ৩৭০, বোয়িং ৭৭৭।

২৬ ফেব্রুয়ারি- ক্রিমিয়া নিয়ে ইউক্রেনের সঙ্গে সংঘাত শুরু রাশিয়ার।

২২ ফেব্রুয়ারি- ইউক্রেনের পার্লামেন্টের ভোটে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।

১৩ ফেব্রুয়ারি- পৃথিবীর প্রথম দেশ হিসাবে বেলজিয়ামে আইনত স্বীকৃতি পেল ইউথেনেশিয়া।

৭ ফেব্রুয়ারি- সোচিতে শুরু শীতকালীন অলিম্পিক।

ফেব্রুয়ারির শুরুতেই পশ্চিম আফ্রিকাতে মহামারীরূপে ছড়িয়ে পড়ল ইবোলা। এখনও এই ভাইরাসের প্রকোপ অব্যাহত।

১ জানুয়ারি- লাটভিয়াতে সরকারি মুদ্রার স্বীকৃতি পেল ইউরো।  

 

.