রাজ্যে বন্ধ হয়ে গেল আরও একটা কারখানা

রাজ্যে বন্ধ হয়ে গেল আরেকটি কারখানা। তালা ঝুলল বাঁকুড়ার দ্বারিকা শিল্পতালুকের বেসরকারি ইস্পাত কারখানা শ্রী বাসবি ইন্ডাস্ট্রি লিমিটেডে। আজ সকালে কাজে গিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান কর্মীরা। এর ফলে কাজ হারালেন প্রায় ৮০০জন।

Updated By: Dec 16, 2014, 10:43 AM IST

ওয়েব ডেস্ক: রাজ্যে বন্ধ হয়ে গেল আরেকটি কারখানা। তালা ঝুলল বাঁকুড়ার দ্বারিকা শিল্পতালুকের বেসরকারি ইস্পাত কারখানা শ্রী বাসবি ইন্ডাস্ট্রি লিমিটেডে। আজ সকালে কাজে গিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান কর্মীরা। এর ফলে কাজ হারালেন প্রায় ৮০০জন।

কারখানা কর্তৃপক্ষের দাবি, বিল বকেয়া থাকায় কারখানার বিদ্যুত্‍ সংযোগ ছিন্ন হয়ে গেছে। ওড়িশা থেকে কাঁচামালের সরবরাহও অনিয়মিত। এই পরিস্থিতিতে উত্‍পাদন বন্ধ করা ছাড়া উপায় ছিল না। যদিও শ্রমিকদের দাবি, তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ। প্রতিবাদে বাঁকুড়া-সোনামুখী রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা।

.