ইতিহাসের উলটপুরাণ, যে ভবন তৈরিতে বিরোধিতা করেছিল তৃণমূল সেখানেই মহাকরণের বসতি
ইতিহাসের উলটপুরাণ। একসময় যে ভবন তৈরিরই বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি এই ভবনে ভাঙচুর ও জেনারেটর রুমে আগুনও লাগিয়ে দেওয়া হয়। রাজ্যের বস্ত্র শিল্পকে একছাতার তলায় নিয়ে আসতে নবান্ন ভবন তৈরির পরিকল্পনা করেছিল হুগলি রিভার ব্রিজ কমিশনার্স।
ইতিহাসের উলটপুরাণ। একসময় যে ভবন তৈরিরই বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি এই ভবনে ভাঙচুর ও জেনারেটর রুমে আগুনও লাগিয়ে দেওয়া হয়। রাজ্যের বস্ত্র শিল্পকে একছাতার তলায় নিয়ে আসতে নবান্ন ভবন তৈরির পরিকল্পনা করেছিল হুগলি রিভার ব্রিজ কমিশনার্স।
দ্বিতীয় হুগলি সেতুর টোলট্যাক্সের টাকায় এই ভবন তৈরি হয়। গার্মেন্টস পার্ক হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হত। কিন্তু, নবান্ন ভবন তৈরি হলে, দ্বিতীয় হুগলি সেতুর ক্ষতি হবে এই যুক্তি তুলে বিরোধিতা করে তৃণমূল। ২০০৮-এর ২৯ জুন ভবনে ভাঙচুর ও জেনারেটর রুমে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আজ সেই ভবনেই সচিবালয় নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।