কে যাবেন সবংয়ে? কোন্দল কংগ্রেসের অন্দরেই

সবং যাওয়া নিয়ে এবার প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। কাল সবং যাচ্ছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। অথচ সে কথা এলাকার তাঁকে জানানো হয়নি। দাবি ক্ষুব্ধ মানস ভুঁইঞার। মানসের কটাক্ষ, সাতদিনেও যখন সময় পাননি, তখন একেবারেই প্রতিবাদ সভাতেই আসতে পারতেন অধীর।  

Updated By: Aug 13, 2015, 10:18 PM IST
কে যাবেন সবংয়ে? কোন্দল কংগ্রেসের অন্দরেই

ব্যুরো: সবং যাওয়া নিয়ে এবার প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। কাল সবং যাচ্ছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। অথচ সে কথা এলাকার তাঁকে জানানো হয়নি। দাবি ক্ষুব্ধ মানস ভুঁইঞার। মানসের কটাক্ষ, সাতদিনেও যখন সময় পাননি, তখন একেবারেই প্রতিবাদ সভাতেই আসতে পারতেন অধীর।  

সজনীকান্ত কলেজে গত শুক্রবার ছাত্র পরিষদ কর্মী খুন হওয়ার পর সবংয়ের মাটি কামড়ে বসেছিলেন মানস ভুঁইঞা। প্রদেশ কংগ্রেসের কোনও চেনা নেতাকে দেখা যায়নি। পরদিন শিলিগুড়িতে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে চলে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ নিয়ে কংগ্রেসের একাংশের মধ্যে ক্ষোভ ছিল। তারপর বনধের দিন ঘোষণা নিয়ে অধীর-মানস বিরোধ প্রকাশ্যে চলে আসে। বিরোধের সেই আগুন যখন গনগনে, তখনই সবং যাওয়ার ঘোষণা প্রদেশ সভাপতির। গত কয়েকদিন ব্যস্ত ছিলেন সংসদের বাদল অধিবেশনে। বৃহস্পতিবার অধিবেশন শেষ হওয়ার পরই কলকাতায় নেমেই তাঁর সবং সফর। তবে কংগ্রেসের কোষ্ঠীকোন্দল এমন পর্যায়ে পৌছেছে, তা নিয়েও বিরোধ পিছু ছাড়ল না।  

সব মিলিয়ে গোষ্ঠীকোন্দলে জর্জরিত গোটা দল। আর এই অবস্থায় বছর ঘুরলেই বিধানসভা ভোটে দল কতটা মেরুদণ্ড সোজা করে লড়তে পারবে, সেটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন কংগ্রেসের সামনে। 

.