হেভিওয়েটদের হার

ভোটের রেজাল্টে নক্ষত্রপতন। জোটের নৌকাডুবিতে টপা টপ উইকেট পড়েছে হেভিওয়েটদের। কিছুটা অপ্রত্যাশিত হলেও, হার হয়েছে রাজ্যের ৪ মন্ত্রীর। যাদবপুর থেকে মনীষ গুপ্ত, উত্তর দমদম থেকে পরাজিত চন্দ্রিমা ভট্টাচার্য। হেরেছেন 'জোটের ক্যাপ্টেন' সূর্য কান্ত মিশ্র।  

Updated By: May 19, 2016, 03:52 PM IST
হেভিওয়েটদের হার

ওয়েব ডেস্ক: ভোটের রেজাল্টে নক্ষত্রপতন। জোটের নৌকাডুবিতে টপা টপ উইকেট পড়েছে হেভিওয়েটদের। কিছুটা অপ্রত্যাশিত হলেও, হার হয়েছে রাজ্যের ৪ মন্ত্রীর। যাদবপুর থেকে মনীষ গুপ্ত, উত্তর দমদম থেকে পরাজিত চন্দ্রিমা ভট্টাচার্য। হেরেছেন 'জোটের ক্যাপ্টেন' সূর্য কান্ত মিশ্র।  

একনজরে দেখে নিন কারা পরাজিত হলেন-

কামারহাটি থেকে মদন মিত্র (প্রাক্তন মন্ত্রী)।
নারায়ণগড় থেকে সূর্যকান্ত মিশ্র (বিরোধী দলনেতা)।
ময়ূরেশ্বর থেকে লকেট চ্যাটার্জি।
হাওড়া উত্তর থেকে রূপা গাঙ্গুলি (বিজেপি) ।
চৌরঙ্গী থেকে সোমেন মিত্র।
যাদবপুর থেকে মন্ত্রী মনীষ গুপ্ত (প্রাক্তন মন্ত্রী)।
দমদম উত্তর থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
খড়গপুর থেকে জ্ঞানসিং সোহন পাল।
বশিরহাট থেকে পরাজিত শমীক ভট্টাচার্য (বিজেপি)।
পাণ্ডয়াতে পরাজিত রহিম নবি (তৃণমূল)।  
টালিগঞ্জ থেকে মধুজা সেন রায়।
জোড়াসাঁকো থেকে রাহুল সিনহা।

তমলুক থেকে নির্বেদ রায়।
মানিকচক থেকে সাবিত্রী মিত্র।
সিঙ্গুর থেকে রবীন দেব।
খড়দহ থেকে অসীম দাসগুপ্ত।
কালিম্পং থেকে হরকা বাহাদুর ছেত্রী।
শিলিগুড়ি থেকে বাইচুং ভুটিয়া।
ইটাহার থেকে শ্রীকুমার মুখার্জি।
সুজাপুর থেকে আবু নাসের খান চৌধুরি।
বিধাননগর থেকে অরুনাভ ঘোষ।
সোনারপুর উত্তর থেকে জ্যোতির্ময়ী শিকদার।
ভবানীপুর থেকে দীপা দাসমুন্সি।
বালি থেকে অঞ্জন বেরা।

বরজোড়া থেকে সোহম চক্রবর্তী।

.